এশিয়ান কাপ বাছাইয়ে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ঢাকাকে বেছে নিয়েছিল আফগানিস্তান। মিয়ানমারের বিরুদ্ধে আফগানদের ‘হোম’ হওয়ার কথা ছিল বাংলাদেশের। সেই সুবাদে বাফুফে একটা প্রীতি ম্যাচও আদায় করে নিয়েছিল আফগানদের কাছ থেকে। আগামী ১৩ নভেম্বর আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার সব আয়োজনও সম্পন্ন করেছিল ফেডারেশন।
কিন্তু সেই ম্যাচ দুটি শেষ পর্যন্ত হচ্ছে না। বাংলাদেশে এসে ম্যাচ খেলতে মিয়ানমারের আপত্তির দরুন আফগানিস্তানের সঙ্গে তাদের ম্যাচ বাতিল হয়ে গেছে। নতুন সূচি ঠিক হয়েছে। মিয়ানমারের আপত্তির মুখে আফগানিস্তান ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এখন ভিন্ন ভেন্যুর সন্ধান করছে।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশ মূলত ভারত ম্যাচের প্রস্তুতি হিসেবে খেলতে চেয়েছিল। তবে আফগানরা না আসাতে সেটা আর হচ্ছে না।
অগত্যা অন্য কোনো দলের বিপক্ষে খেলে সে ম্যাচের প্রস্তুতি নিতে চলেছে বাংলাদেশ। আগামী ১৩ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে নেপালের সঙ্গে খেলবে বাংলাদেশ।
কোনো প্রস্তুতি ম্যাচের জন্য নেপাল বা ভুটানের বিপক্ষে খেলা বাংলাদেশের জন্য নতুন নয় আদৌ। এর আগে গত সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে ২ ম্যাচ খেলার কথা ছিল জামাল ভূঁইয়াদের।
প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হলেও দ্বিতীয় ম্যাচ খেলা সম্ভব হয়নি দেশটিতে গণঅভ্যূত্থানের কারণে। তার আগে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি নিয়েছিলেন হামজা চৌধুরীরা।

