পাকিস্তান সীমান্তের কাছে পূর্ব আফগানিস্তানে বিস্ফোরণে অন্তত নয় শিশু নিহত এবং চারজন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। নানগারহার প্রদেশের গভর্নরের অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, লালোপার জেলার বাইগানান গ্রামে একটি পুরনো, অবিস্ফোরিত মর্টার শেলের ওপর খাদ্যসামগ্রী বিক্রি করার সময় সোমবার বিস্ফোরণটি ঘটে। আল জাজিরা।
বিবৃতিতে বলা হয়েছে, আহত শিশুদের চিকিৎসার জন্য প্রাদেশিক রাজধানী জালালাবাদের আঞ্চলিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আফগানিস্তানে কয়েক দশকের যুদ্ধ-সংঘাতের ফলে দেশটির ভূমিতে সবচেয়ে বেশি অবিস্ফোরিত ল্যান্ড মাইন এবং অন্যান্য অস্ত্রশস্ত্র রয়েছে। যখনই এসব অস্ত্রের বিস্ফোরণ ঘটে, শিকার হয় শিশুরাই।
তালেবানরা আফগানিস্তান দখল নেওয়ার পর থেকে নানগারহারসহ দেশটির বিভিন্ন প্রদেশে একাধিক রক্তক্ষয়ী হামলার দায় স্বীকার করেছে আইএসকে। সশস্ত্র সংগঠনটি ২০১৪ সাল থেকে আফগানিস্তানে হামলা চালিয়ে আসছে। তারা কয়েক ডজন ভয়ঙ্কর হামলা চালিয়েছে, এর বেশিরভাগই দেশের সংখ্যালঘু শিয়া মুসলমানদের লক্ষ্য করে।
২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় আসলেও সরকারটি এখনও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। কিছু দেশ তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখলেও স্বীকৃতি দেয়নি। তবে নতুন বছরে স্বীকৃতি মিলতে পারে বলে সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে পাকিস্তান, ইরান, তুরস্ক তালেবানকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে অনেক বেশি ইতিবাচক। আন্তর্জাতিক রাজনীতির কারণে তারা হয়তো ঘোষণা দিচ্ছে না। ওআইসির সিদ্ধান্তে অনেকগুলো মুসলিম দেশ একসঙ্গে তালেবানকে স্বীকৃতি দিতে পারে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।
যুদ্ধ বিধ্বস্ত আফগানজুড়ে মাটির নিচে রয়েছে অসংখ্য অবিস্ফোরিত মর্টার শেলসহ নানা বিস্ফোরক। এসব অস্ত্র মাঝে মাঝেই বিস্ফোরিত হয়ে থাকে। এজন্য আফগানিস্তানের মাটি শিশুদের জন্য বিপদজনক হয়ে ওঠে প্রায়ই।