ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ২৭ তালবান গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন। শনিবার ( ১১ এপ্রিল) তাজিকিস্তানের সীমান্তবর্তী বাদাখশান প্রদেশে এ ঘটনা ঘটেছে।
আফগান নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যায় বাদাখশান প্রদেশের ওয়ারদুজ এবং নুশাই এলাকায় বিমান ও স্থল অভিযানের সময় ২৭ তালেবান মারা যায়।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রুহুল্লাহ আহমাদজাই জানান, তালেবানের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় কোনো বেসামরিক লোকজন হতাহত হয় নি। তবে, তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এই অভিযানের নিন্দা জানিয়ে বলেছেন, এটি যুদ্ধাপরাধ।