ইন্টারন্যাশনাল ডেস্ক: ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আফগানিস্তানে এখনো শত শত ব্রিটিশ নাগরিক আছেন। কাবুল থেকে ব্রিটেনের উদ্ধারকারী সর্বশেষ বিমান চলে যাওয়ার কয়েকদিন পর এ কথা বললেন ডমিনিক রাব। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসির ওই প্রতিবেদনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বলা হয়েছে, যারা সেখানে রয়ে গেছে- কয়েকশো; বেশ জটিল বিষয় হলো- তারা বড় পারিবারিক গোষ্ঠী কিংবা নথিপত্রহীন রয়েছেন।
ডমিনিক রাব জোর দিয়ে বলেছেন, সরকার এখনো যোগ্য সবাইকে সরিয়ে নেওয়ার আশা করছে এবং তৃতীয় দেশগুলোর সাথে যোগাযোগ করছে; যা যুক্তরাজ্যের রুট হিসেবে কাজ করতে পারে।
তিনি আরো বলেন, সরকারের তালেবানকে্এই নিশ্চয়তায় থামিয়ে রাখার চেষ্টা করছে যে, মানুষজনকে নিরাপদ থাকার সুযোগ তারা দেবে।