
এমন ঘোষণায় কাবুলে বিক্ষোভ করেছেন কর্মজীবী নারীরা। মাধ্যমিক স্কুলে মেয়েদের ওপর নিষেধাজ্ঞার পর তালেবানের এমন সিদ্ধান্তের নিন্দায় সরব আন্তর্জাতিক মহল।
তালেবান সরকারের প্রতি অসন্তোষ জানিয়ে আফগানিস্তান ছেড়েছেন, দূতাবাস ও মন্ত্রণালয়গুলোর ৮০ শতাংশ কর্মী। ফ্রান্স, জার্মানিসহ পশ্চিমা বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয়ের খোঁজে রয়েছেন অনেকে।
তালেবান নতুন করে ক্ষমতায় আসায় আফগান নারীদের চাকরি ও পড়াশোনার পথ ফের রুদ্ধ হতে পারে বলে উদ্বেগ জানিয়ে আসছে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়। তবে তালেবান প্রতিশ্রুতি দিয়েছে, নারীদের অধিকার রক্ষা করা হবে। এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান শাসনের সময় নারীদের ঘরের বাইরে কাজ করা ও পড়াশোনার ওপর নিষেধাজ্ঞা ছিল।