ইন্টারন্যাশনাল ডেস্ক: আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ও মানবিক বিপর্যয়ের দিকগুলো নিয়ে আলোচনার জন্য অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনে (ওআইসি) একটি বিশেষ বৈঠকের আহ্বান জানিয়েছে সৌদি আরব।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সোমবার এ বৈঠকের ডাক দিয়েছে সৌদি। বৈঠকটির আয়োজক দেশ হতে চেয়েছে পাকিস্তান। আগামী ১৭ ডিসেম্বর বৈঠকটি আয়োজনের উদ্যোগ নেয়া হচ্ছে।
সৌদি প্রেস এজেন্সির বরাতে কুয়েত নিউজ এজেন্সি এক খবরে জানায়, প্রস্তাবিত এ বৈঠকের মাধ্যমে আফগান জনগণকে সহায়তার প্রক্রিয়া তৈরি হবে। আফগান জনগণের কষ্ট কমাতে জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় সাধনের চেষ্টা করা হবে এ বৈঠকের মাধ্যমে।
শীত আসতে না আসতেই আফগান জনগণরা এক ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়তে শুরু করেছে। লাখ লাখ জনগণ বিশেষ করে বয়স্ক, নারী ও শিশুদের খাদ্য, ওষুধ ও আশ্রয়ের মতো জরুরী মানবিক সহায়তা প্রয়োজন বলেও জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।
সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কর্তৃপক্ষের বরাতে সতর্ক করে বলেছে, আফগানিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতির দেশটিকে ভয়াবহ অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে, যার ফলে রাষ্ট্রটির পতন হতে পারে। যা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তির জন্য গুরুতর হুমকি সৃষ্টি করবে।