ইন্টারন্যাশনাল ডেস্ক: আফগানিস্তানের নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ শহরে বন্দুকধারীদের গুলিতে ২ তালেবান যোদ্ধা ও ১ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। সেই সাথে আবারও উত্তাল তালেবান শাসিত আফগানিস্তান। দেশটির পূর্বাঞ্চলের একটি তল্লাশিচৌকিতে হামলা চালিয়েছে বন্দুকধারীরা।
বুধবার (২২ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্যা জানানো হয়েছে। জালালাবাদে আগেও তালেবান সদস্যদের নিশানা করে একাধিক হামলা হয়েছে বলেও জানায় এএফপি।
বেশ কয়েক বছর ধরে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আফগান শাখার প্রধান ঘাঁটি হিসেবে পরিচিতি পেয়েছে নানগারহার প্রদেশটি। একে অপরের প্রতিপক্ষ তালেবান ও আইএস।
স্থানীয়দের ভাষ্য মতে, বন্দুকধারীরা রিকশায় করে একটি তল্লাশিচৌকিতে এসে হামলা চালায়। জালালাবাদ শহরের একটি জেলায় এই হামলা করা হয়। হামলায় তালেবানের দুই যোদ্ধা ও এক সাধারণ পথচারী নিহত হন।
এ হামলার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন তালেবানের এক কর্মকর্তা। তার ভাষ্য, হামলায় নিহতরা সবাই বেসামরিক নাগরিক।
এদিকে একই অঞ্চলে আরেকটি ঘটনায় তালেবানের দুই যোদ্ধা আহত হয়েছেন বলে স্থানীয় এক অধিবাসী জানিয়েছেন।
আইএসের আফগান শাখার পক্ষ থেকে জালালাবাদে তালেবান সদস্যদের লক্ষ্য করে চালানো একাধিক হামলার বিষয়টি স্বীকার করা হয়।