রাজধানী ডেস্ক. এইউজেডনিউজ২৪: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে হাজারো মানুষের ঢলে মুখর অমর একুশে বই মেলা। শুক্রবার দুপুরের মধ্যেই জমজমাট প্রাণের এ মেলা। বইয়ের বেচাকেনাও অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি বলে জানিয়েছেন প্রকাশক ও স্টল সংশ্লিষ্টরা। শিশু প্রহরকে ঘিরে কোমলমতি শিশুদের এবার শিশুদের মিলন মেলায় পরিনত হয়েছে বইমেলা চত্বর। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বইমেলার দিকেই গন্তব্য রাজধানীর বেশিরভাগ মানুষের। দুপুরের আগেই পাঠক, লেখক ও দর্শনার্থীমুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সাপ্তাহিক ছুটি, শিশু প্রহর সবমিলিয়ে সকাল থেকেই আজ ভিড় ছিল বইমেলায়। বইমেলায় সিসিমপুরের সাথে আনন্দে মেতে ওঠে আগত শিশুরা।
বেলা বাড়তে থাকলে ভিড় আরও বাড়ে। বিকেলে ছিল উপচে পড়া ভিড়। বইমেলায় এতো বেশি সংখ্যক পাঠক সমাগম নতুন প্রজন্মের সাথে বইয়ের সংযোগ ঘটাচ্ছে বলে মনে করছেন প্রকাশকরা। এ পর্যন্ত বইমেলায় প্রকাশিত বইয়ের সংখ্যা ৫০৮টি। সবমিলিয়ে ৩৩৮৯টি বই প্রকাশিত হয়েছে। বইমেলা শনিবার সকাল এগারটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে।
বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা বইয়ের প্রতি ভালবাসায় দল বেধে সবাই মিশে যান ঐতিহ্যের এ উৎসবে। বই মেলা প্রকৃত অর্থে জাতির মন ও মননকে সমৃদ্ধ করার সম্মেলন হলেও বাস্তবে কি জ্ঞান আর মননের েেত্র পরিণত হতে পারছে? প্রতিবছর মেলা উপলে তিন-চার হাজার বই প্রকাশিত হলেও এরমধ্যে কতগুলো মানসম্মত হয়, সে প্রশ্ন অনেকের। বইয়ের মান ঠিক রাখার দায় লেখক- প্রকাশক সবার।
তবে, মেলায় ঘুরতে ঘুরতেই বইয়ের প্রতি টান বাড়ে- এমনটাও মনে করেন গুণী লেখকরা। এদিকে, সকালে শিশু প্রহরে শিশু-কিশোরদের পদচারণায় মুখরিত ছিল শেষ সময়ের বইমেলা। অভিভাবকরা বলছেন, নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি আকৃষ্ট করতে এমন আয়োজনের পরিধি আরও বাড়াতে হবে। সূত্র: এটিএন বাংলা ও চ্যানেল আই
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে হাজারো মানুষের ঢলে মুখর অমর একুশে বই মেলা
ঢাকা
0 Views