স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিষেধাজ্ঞায় থাকা টাইগার অল-রাউন্ডার সাকিব আল হাসান সব ধরনের ক্রিকেট থেকেই দূরে থাকলেও এবার ব্যাডমিন্টন খেলতে হাজির হলেন রেকেট ফিল্ডে। ব্যাডমিন্টনের মাঠে হাজির হয়ে সেখানেও নিজের পারফরমেন্স দেখিয়ে দিয়েছেন বিশ্বের এই অলরাউন্ডার। মাগুরা জেলা পুলিশের বিপক্ষে দুটি ম্যাচ খেলে একটিতে পরাজিত হলেও জয় ছিনিয়ে নিয়েছেন অপর ম্যাচে।
অনেক দিন আগেই বন্ধু ব্যান্ডমিন্টন ক্লাব নামে একটি ক্লাব স্থাপন করা হয় মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে। এই ক্লাব প্রতি বছরই একটি টুর্নামেন্টের আয়োজন করে। গেল বছর ১২০টি টিমকে নিয়ে আয়োজন করা হয়েছিল টুর্নামেন্টের। তবে এ বছর দলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬০টিতে। আর প্রতিযোগিতার নাম দেয়া হয়েছে মুজিববর্ষ বন্ধু ব্যাডমিন্টন প্রতিযোগিতা।
ওই টুর্নামেন্টে ১১০টি দলই সাধারণ মানুষের। বাকি ৫০টি পুলিশ সদস্যদের। জেলার ৪টি উপজেলা থেকে অংশগ্রহণকারী দলগুলোর প্রথম রাউন্ডের খেলা এরই মধ্যে সম্পূর্ণ হয়েছে। এই টুর্নামেন্টেই গেল ১৮ তারিখ হাজির হয়েছিলেন সাকিব আল হাসান।
নিয়মিত ম্যাচ শেষে দু’টি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। সেখানে একটি দল ছিল মাগুরা জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের এবং অপর দলটি সাকিব গঠন করেন নিজের পছন্দ মতো একজনকে নিয়ে।
মাঠে নেমে সাকিব দু’টি ম্যাচের একটিতে জয় তুলে নিলেও পুলিশ আয়োজিত টুর্নামেন্টে একটিতে পরাজিত হন। ওই ম্যাচের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তা নেটিজেনদের মধ্যে ব্যাপক ভাইরাল হয়।
বিষয়টি নিয়ে মাগুরা জেলার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজওয়ান সময় নিউজকে বলেন, সাধারণ মানুষ ও পুলিশের মধ্যে সম্পর্ক বৃদ্ধির জন্য প্রতিবছরই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এবারও তেমনটাই করা হয়েছে। সাকিবের টিমের বিরুদ্ধে প্রীতি ম্যাচে নেমেছিলাম আমরা। একটিতে সাকিব এবং অপরটিতে আমরা জয় পেয়েছি।
সূত্র : সময় টিভি