স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা বিলম্বিত হলেও বোর্ডের মনোযোগ দেয়া উচিৎ ঘরোয়া ক্রিকেটে । যেহেতু শ্রীলঙ্কা সফরের অনিশ্চয়তায় আছে বাংলাদেশ ক্রিকেট বলে মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। এদিকে, কোনো নির্দিষ্ট সফরের উদ্দেশ্যে নয়; বরং নিজেদের পারফরম্যান্সের ধার বাড়াতেই ক্রিকেটারদের নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার পরামর্শ ব্যাটসম্যান মোহম্মদ আশরাফুলের।
বিসিবি সভাপতি জানিয়ে দিয়েছেন। শিগগিরই মাঠে গড়াচ্ছে ঘরোয়া লিগ। টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে দ্বীপ রাষ্ট্রটিতে যাওয়া হোক বা না হোক; ক্রিকেটে ফিরছেন ২২ গজের সৈনিকরা; তা অনেকটাই নিশ্চিত। বোর্ডের এমন সিদ্ধান্ত ইতিবাচক হবে দেশের ক্রিকেটের জন্য। মন্তব্য সাবেকদের।
সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট বলেন, এই মুহূর্তে শুধু আন্তর্জাতিক ম্যাচ নয় ঘরোয়া লীগগুলোও গুরুত্বপূর্ণ। করোনার কারণে আমাদের ক্রিকেট থমকে আছে। কোনোভাবে যদি ঘরোয়া খেলাগুলো চালু করা যায়, তহলে সমস্ত খেলাগুলো চালু থাকবে।
দীর্ঘদিন জাতীয় দলের জার্সিটা গায়ে চাপানো হয়নি। তাতে আক্ষেপ নেই কোনো। বরং আছে নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা। যে কোনো মঞ্চে যোগ্যতাকে বার বার প্রমাণ করার তাগিদ। একই পথে হাটার পরামর্শই দিলেন অনুজদের। মাঠের বাইরের বিষয় মাথায় না নিয়ে, নিজেকে প্রস্তুত রাখতে হবে এক’শ তে এক’শ।
জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান মোহম্মদ আশরাফুল বলেন, ক্রিকেট বোর্ড যথনই শুরু করবে তখন যেনো আমাদের সর্বোচ্চটা খেলাটা খেলতে পারি সে দিকে নজর দিতে হবে।
শেষ পর্যন্ত রাবণের দেশে যাওয়া হলেও পরিবর্তন আসবে বিস্তর। কমবে টাইগারদের বহর। তাই বাড়তি চাপ নির্বাচকদের কাঁধে। টেস্ট ক্যাপ্টেন আর সিনিয়রদের সঙ্গে সাড়ছিলেন বোঝা পড়া। প্রত্যাশা ধোঁয়াশাটা দ্রুতই কেটে যাবে। মিরপুরের আকাশের মতোই পরিষ্কার হবে ডমিঙ্গো শিষ্যদের সামনের দিনগুলো।