রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া ১১ বছর বয়সী কিশোরী আরাবি ইসলাম সুবার সন্ধান মিলেছে।
মঙ্গলবার বিকেলে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে জানান: মোমিন নামে এক তরুণের (২১) সঙ্গে নওগাঁ জেলায় আছে সুবা। দুজনেই নিরাপদে আছে।
ওসি জাকারিয়া বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সুবা স্বেচ্ছায় ওই কিশোরের সঙ্গে চলে যায় এবং বর্তমানে সে ওই
কিশোরের পরিবারের হেফাজতে রয়েছে। তবে পরিবারের অনুরোধে এখনো তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।
সুবার নিখোঁজের খবর ছড়িয়ে পড়ার পর তাকে উদ্ধারে সর্বাত্মক তৎপরতায় নামে র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থা। পুলিশ বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তার অবস্থান শনাক্ত করে। বর্তমানে মেয়ের পরিবার কিশোরের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে বলে জানিয়েছে পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়, সুবার বাড়ি বরিশাল। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে সে ঢাকায় এসেছিল। উঠেছিল আত্মীয়ের বাসায়। ওই বাসা থেকে বেরিয়ে ২ ফেব্রুয়ারি নিখোঁজ হয় সে। তার সন্ধান চেয়ে বাবা ইমরান রাজিব গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সুবার বাবা ইমরান রাজিব সোমবার আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি জানান, তার মেয়ে বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে এবং স্ত্রীর চিকিৎসার কারণে দুই মাস ধরে ঢাকায় অবস্থান করছে। রোববার সন্ধ্যায় ফুফাতো ভাইয়ের সঙ্গে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় সে নিখোঁজ হয়।
এদিকে, সুবা নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও উদ্বেগ দেখা গেছে। তার স্বজন ও পরিবারের পরিচিতরা ফেসবুকে পোস্ট দিয়ে মেয়েটিকে ফিরে পেতে সবার সহায়তা কামনা করেছেন।