হেল্থ ডেস্ক: কোভিড-১৯ করোনাভাইরাসে সংক্রমণের প্রভাব বেড়ে যাওয়ায় আজ থেকে সারা দেশে শুরু হলো, ৭ দিনের কঠোর লকডাউন। তবে, স্বাস্থ্যবিধি মেনে খোলা আছে, শিল্প-কারখানা, ব্যাংক-পুঁজিবাজার ও আদালত।
লকডাউন কার্যকরে র্যাব-পুলিশের পাশাপাশি রাজপথে আছে, সশস্ত্র বাহিনী ও বিজিবি। সড়কের মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। বন্ধ রয়েছে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সকল অফিস। চলাচল করবে না যন্ত্রচালিত যানবাহন, বন্ধ থাকবে শপিংমল।
ওষুধ, নিত্যপণ্য ও চিকিৎসা ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না। উন্মুক্ত স্থানে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বসবে নিতুপণ্যের বাজার। স্বাস্থবিধি মেনে মসজিদে নামাজের বিষয়ে সিদ্ধান্ত দেবে ধর্ম মন্ত্রণালয়। প্রশাসন জানিয়েছে, বিধিনিষেধ না মানলে, প্রয়োজনে গ্রেপ্তার করা হবে।
দেশজুড়ে ১০৬ কর্মকর্তাকে নির্বাহী ক্ষমতা দিয়ে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে।