মুক্তমঞ্চ ডেস্ক, এইউজেডনিউজ২৪: স্যোশাল মিডিয়াকে আরো জনপ্রিয় করে তুলতে কিংবা একটি আদর্শ জেলার আলোকিত উপজেলাকে কিভাবে ফুটিয়ে তুলতে হয় তার প্রমাণ বহন করলো এবার ফরিদগঞ্জ ফ্রেন্ডস ক্লাব। ফরিদগঞ্জের মাটি ও মানুষের সংস্পর্শে জায়গা করে নেয়ার জন্য একদল তরুণরা বন্ধুসূলভ আচরণ দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে এই স্যোশাল মিডিয়ার গ্রুপ পেজ ফরিদগঞ্জ ফ্রেন্ডস ক্লাব। ক্লাবটির গ্রুপ পেজের এডমিন, বিশিষ্ট সমাজ সেবক লায়ন হাবিবুর রহমান বলেন, আমাদের কাজের উদ্দেশ্য শুধুমাত্র গরীব-দুঃখী এবং সুবিধাবঞ্চিত মানুষদের জন্য কাজ করা।।
এবং কাজ করার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া l
আর তার লক্ষ্যে আমাদের কার্যক্রম গুলো আপনাদের সাথে শেয়ার করা হয় ভিডিও ক্লিপ এবং ছবির মাধ্যমে l।
আমাদের কাজের আরেকটি উদ্দেশ্য হচ্ছে মানুষকে উৎসাহিত করা এবং কাজের স্বচ্ছতার মাধ্যমে মানুষের বিশ্বাসের জায়গাটা অর্জন করে নেওয়া। l
আমাদের দেশের মানুষগুলো অনাহারে-অর্ধাহারে জীবন কাটায় রাস্তায় পড়ে থাকে অবুঝ শিশুগুলো দিনের পর দিন না খেয়ে l।
আমাদের সম্মিলিত প্রচেষ্টায় হতে পারে সুন্দর একটি সমাজ সুন্দর একটি দেশ l।
# ফরিদগঞ্জে ফ্রেন্ডস ক্লাব।।
আমাদের প্রানের ফরিদগঞ্জ সকল ধরনের সমাজকল্যাণ মূলক কাজ, ফরিদগঞ্জ যুবসমাজকে ধ্বংসের মুখে থেকে রক্ষা এবং ফরিদগঞ্জ উপজেলা কে একটি আদর্শ উপজেলা হিসেবে পরিণত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে একটি অরাজনৈতিক এবং অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন।।
সবাই আমাদের পাশে থেকে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সার্বিক ভাবে সহযোগিতা করবেন বলে আশাবাদী।।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য –
আমরা মূলত
◑ সেচ্ছায় রক্তদান।।
◑ বছরে 2 ঈদে অসহায়দের বস্ত্র/ঈদ সামগ্রী দান।।
◑ এলাকার বিশেষ বিশেষ জায়গায় বিভিন্ন ফলদায়ক বৃক্ষরোপণ।।
◑ মসজিদে কোরআন শরীফ দেওয়া।।
◑মাদ্রাসায় কোরআন শরীফ ও দরিদ্র ছাত্রদের বস্ত্র দান।।
◑ নব হাফেজদের সম্মাননা প্রদান।।
◑ মানবতার দেয়াল স্থাপন।।
◑ টাকার অভাবে চিকিৎসা হয়না তাদের সহযোগিতা।।
◑ টাকার অভাবে মেয়ের বিয়ে হয়না তাদের সাহায্য করা।
◑ ফরিদগঞ্জের পরিবেশ সুন্দর করতে আশে-পাশে ফল ও ফুল গাছ লাগানো।।
◑ ফরিদগঞ্জের পড়াশোনার মান উন্নয়ন।।
◑ গরীব মেধাবী ছাত্র/ছাত্রীদের শিক্ষা উপকরণ প্রদান।।
◑ শহীদ মিনার সংস্কার
◑ গোরস্থান পরিস্কার
◑ মসজিদ পরিস্কার
◑ এলাকার রাস্তা-ঘাটে ছোট খাটো সমস্যা হলে সংস্কার।।
আপনারা যদি এই মহৎ কাজের সাথে শামিল হতে চান তাহলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের সাথে মিলিত হয়ে সুন্দর একটি সমাজ গড়তে।।
ধন্যবাদ সবাইকে……
ফরিদগঞ্জ ফ্রেন্ডস ক্লাবের লক্ষ্য উদ্দেশ্য সংবলিত নীতিমালা।।
পড়ুন জানুনবুঝুন।।
এইবার পোস্ট করুন।।
ফরিদগঞ্জ ফ্রেন্ডস ক্লাব নামক গ্রুপটি এগিয়ে যাচ্ছে!
আমরা সর্বস্তরের মানুষের ব্যাপক সাড়া দেখছি প্রতিদিন। ।
অনেকেই প্রশ্ন করছেন এই গ্রুপের আদর্শ উদ্দেশ্য কি?
★ আমি সকল সদস্যদের আশ্বস্ত করতে চাইঃ
১. বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের আদর্শ কে সামনে নিয়েই আমাদের যাত্রা।।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ আদর্শ বিরোধী কাউকে প্রশ্রয় দেওয়া হবেনা।।
২. ফরিদগঞ্জ উপজেলার মানুষের অনলাইন ভিত্তিক মিলনমেলা এবং মানবতার কল্যানে গ্রুপটি সবাই মিলে পরিচালিত হবে।।
৩. কোন রাজনৈতিক দল, মত, নেতা-কর্মীদের প্রমোট করার কাজে গ্রুপ ব্যাবহার হবে না।।
৪. কারো ব্যাবসায়িক প্রচারণা হবে না।।
৫. ঝগড়াঝাটি হবে না।।
গালাগালি ও অশালীন তর্ক হবে না।।
গঠনমূলক বিতর্ক হবে পারস্পরিক সম্মান রেখে।।
৬. ধর্মীয় পক্ষ/বিপক্ষ প্রচারণা/বিতর্ক হবে না।।
৭. মানুষ অন্তত ১জন যেন উপকার পায় এবং কারো ক্ষতির কারণ যেন না হয় গ্রুপটি, সে বিষয়ে খেয়াল রাখা হবে।।
৮. রাষ্ট্রীয় জাতীয় দিন গুলোয় নানা ধরনের কার্যক্রম হতে পারে,যেমন লেখালেখি, তাতে আমাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে সহায়ক হবে।।
৮. সময়ের প্রেক্ষাপটে ফরিদগঞ্জ ফ্রেন্ডস ক্লাবের সকলে সম্মিলিত ভাবে ফরিদগঞ্জ ফ্রেন্ডস ক্লাবের কাজ বা কর্মসূচি কি কি হতে পারে তা গ্রুপে আমরা জানতে চাইবো।।
সেক্ষেত্রে আরো কিছুদিন অপেক্ষা করুন।।
★ মোদ্দাকথা আমরা ” ফরিদগঞ্জ ফ্রেন্ডস ক্লাব” কে এখন পর্যন্ত নিরাপদ মনে করছি এবং আমরা এই কার্যক্রমের সাথে আছি।।
যাদের ঝু্ঁকিপূর্ণ মনে হবে তারা যৌক্তিক ব্যাখ্যা দিবেন কিংবা গ্রুপ থেকে নিজেকে সরিয়ে রাখবেন আশাকরি।।।
আজ থেকে সাত বছর আগে শুরু হয় ফরিদগঞ্জ ফ্রেন্ডস ক্লাবের পদচারণা
মুক্তমঞ্চ
0 Views