বিনোদন ডেস্ক, আজনিউজ২৪: চিকিৎসায় সাড়া দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বাইপ্যাপ সাপোর্ট অর্থাৎ নন-ইনভেসিভ ভেন্টিলেশন সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। আগের থেকে কিছুটা হলেও পরিস্থিতির উন্নতি হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বেলভিউ হাসপাতালের কর্তৃপক্ষ বুলেটিন প্রকাশ করে এ তথ্য জানিয়েছেন বলে জানান ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
গত এক সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি আছেন এই অভিনেতা। আজই তাকে দেখতে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, আগের মতোই করোনা চিকিৎসা চলছে সৌমিত্রের। গত কয়েক দিন ধরে যে ওষুধ দেওয়া হচ্ছিল, তা অপরিবর্তিত রয়েছে। এখনও পর্যন্ত দুবার প্লাজমা থেরাপি হয়েছে তার। সব অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক রয়েছে। শরীরে সোডিয়াম-পটাশিয়ামের কিছুটা তারতম্য রয়েছে। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
এদিন তাকে আবারও এক বার ইকো, ইসিজি এবং রক্তপরীক্ষা করা হয়। নতুন করে এমআরআইও করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) নতুন করে আবার করোনা পরীক্ষাও করা হবে। সংকট যদিও কাটেনি, তবে সৌমিত্রের অবস্থা এখন স্থিতিশীল। তিনি চিকিৎসায় সাড়াও দিচ্ছেন বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। নন-ইনভেসিভ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাকে। আগের চেয়ে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এ ব্যাপারে যোগাযোগ করলে তার মেয়ে সৌমিত্র তনয়া পৌলমী বসু বলেন, ‘আগের চেয়ে ভালো আছেন বাবা। খানিকটা স্থিতিশীলও। ১ শতাংশ হলেও পরিস্থিতির উন্নতি হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বাইপ্যাপ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। এই মুহূর্তে বাবাকে ইনভেসিভ ভেন্টিলেশনে রাখার কথা ভাবছেন না চিকিৎসকরা’।
করোনা আক্রান্ত হয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় গত মঙ্গলবার বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হয়। তখন থেকেই চিকিৎসাধীন আছেন তিনি। শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হয়। সোমবার হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছিল, সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রস্টেটের পুরনো কর্কটরোগ ফিরে এসেছে। ছড়িয়ে পড়েছে ফুসফুস এবং মস্তিষ্কে। সংক্রমণ ঘটেছে মূত্রথলিতে। তার পরেই সৌমিত্রকে বাইপ্যাপ ভেন্টিলেশনে রাখা হয়। সূত্র : সময় টিভি