প্রায় দেড়মাসব্যাপী বিশ্বকাপ শেষে দ্বিপাক্ষিক সিরিজ এরই মধ্যে শুরু হয়ে গেছে। ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে দ্বিপাক্ষিক সিরিজে ফিরছে বাংলাদেশও।
কিউইদের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। আগামী ২৮ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দীর্ঘ ৫ বছর পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে হতে যাচ্ছে টেস্ট। ২০১৮ সালের নভেম্বরে টেস্ট ভেন্যু হিসেবে যাত্রা হয়েছিল এই মাঠের। সেই এক ম্যাচই, এরপর আর খেলা হয়নি। এবারের টেস্টটি হতে যাচ্ছে ভেন্যুর দ্বিতীয় টেস্ট ম্যাচ।
সিলেট স্টেডিয়ামের এই মাঠে সর্বনিম্ম এক হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ১ হাজার টাকায় ম্যাচটি উপভোগ করতে পারবেন দর্শকরা। স্টেডিয়ামের পশ্চিম গ্যালারি ও গ্রিন হিল এরিয়ায় টিকেটের মূল্য ১০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের মূল্য ধরা হয়েছে ১ হাজার টাকা। আর ক্লাব হাউজ ৩০০ টাকা ও পূর্ব গ্যালারির টিকেটের মূল্য ২০০ টাকা।
টিকেট সংগ্রহ করা যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটকের কাউন্টার থেকে। এছাড়া সিলেট জেলা স্টেডিয়াম থেকেও কাটা যাবে টিকেট। টিকিট বিক্রি হবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত।
প্রসঙ্গত, সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ। দ্বিপাক্ষিক এই সিরিজটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই চ্যাম্পিয়নশিপে সিলেট টেস্ট দিয়েই প্রথম অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ২ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষ দল পাকিস্তান।