স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরোকে নিয়ে বলিভিয়া ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের দল দিয়েছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির ২৩ সদস্যের বহরে চমক বোকা জুনিয়র্স ফরোয়ার্ড অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও জার্মান ক্লাব স্টুটগার্টের নিকোলাস গঞ্জালেস।
আগামী ২৬ মার্চ বোকা জুনিয়র্সের মাঠ লা বম্বোনেরায় ইকুয়েডরের বিপক্ষে নামবে আর্জেন্টিনা। পরে ৩১ মার্চ বলিভিয়ার লা পাজে খেলবেন মেসিরা।
ব্রাজিলে হওয়া গত কোপা আমেরিকা আসরের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাথাগরম করে লাল কার্ড দেখা মেসি ইকুয়েডরের বিপক্ষে খেলতে পারবেন না। নিষেধাজ্ঞা শেষে বলিভিয়ার বিপক্ষে খেলার কথা বার্সেলোনায় খেলা মহাতারকার।
স্কালোনির দলে জায়গা হয়নি পিএসজির দুই তারকা মাউরো ইকার্দি ও অ্যাঙ্গেল ডি মারিয়ার। গোলরক্ষক অগুস্তিন মার্চেসিন, ফ্রাঙ্কো আরমানিও ডাক পাননি। টটেনহ্যামের এরিক লামেলা ও হুয়ান ফয়েথ নেই। অ্যাটলেটিকো ফরোয়ার্ড অ্যাঙ্গেল কোর্রেয়ারও সুযোগ মেলেনি। মেসি-আগুয়েরোকে নিয়ে আর্জেন্টিনা, জায়গা হয়নি ইকার্দির
স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: ২১ বছর বয়সী ফরোয়ার্ড অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নে খেলেন। গত বছর আলবিসেলেস্তেদের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। ডাক পাওয়া আরেক ২১ বছর বয়সী স্ট্রাইকার নিকোলাস গঞ্জালেস খেলেন জার্মান লিগ বুন্দেসলিগার দল স্টুটগার্টে। জাতীয় দলে তিন ম্যাচের অভিজ্ঞতা তার।
আর্জেন্টিনা দল
গোলকিপার: হুয়ান মুসো।
ডিফেন্ডার: নেহুয়েন পেরেজ, নিকোলাস ওটামেন্ডি, রেনজো সারাভিয়া, জার্মান পেজ্জেল্লা, নিকোলাস তাগলিয়াফিকো, লিওনার্দো বালের্দি।
মিডফিল্ডার: গুইডো রদ্রিগেজ, রবের্তো পেরেইরা, ইজিকুয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল, মার্কোস আকুনা, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস ডমিঙ্গুয়েজ, জিওভানি লো সেলসো।
ফরোয়ার্ড: অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, পাওলো দিবালা, লৌতারো মার্টিনেজ, লুকাস ওকাম্পোস, লুকাস আলারিও, নিকোলাস গঞ্জালেস।