স্পোর্টস ডেস্ক: আগামী ২০২৩ সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে পাকিস্তানে। খেলা হবে ওয়ানডে সংস্করণে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) দেশটিকে ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টটির আয়োজক করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) দুবাইয়ে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা ও বিসিসিআই এর সচিব জয় শাহর উপস্থিতিতে বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সম্প্রতি নিরাপত্তা বিষয়ে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এরপর ইংল্যান্ড নারী ও পুরুষ দলের সফরও বাতিল করা হয়। এই ঘটনায় মর্মাহত হয়ে পড়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও পাকিস্তানি দর্শকরা। তবে এবার তাদের জন্য সুখবর রয়েছে।
এসিসি বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল এশিয়া কাপ। বিসিসিআইয়ের সচিব জয় প্রস্তাব রাখেন, এবার যেহেতু পাকিস্তানের আয়োজনের পালা তাই তারাই আয়োজন করুক। পিসিবিও প্রস্তুত ছিল এশিয়া কাপ আয়োজনের জন্য এবং এই সুযোগ তারা সাথেসাথেই লুফে নেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা বলেছেন, কোনো নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তান টুর্নামেন্ট আয়োজন করবে না। তারা দেশের মাটিতেই টুর্নামেন্টটি আয়োজন করবেন। এখনো টুর্নামেন্টের সূচি নির্ধারণ করা হয়নি, তবে আসরটি হবে ওয়ানডে সংস্করণে। যেহেতু ২০২৩ সালে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ আছে, তাই এশিয়া কাপও ওয়ানডে সংস্করণে আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজিত হবে ভারতে।
২০২২ সালের এশিয়া কাপ আয়োজিত হবে শ্রীলঙ্কায়। এই আসরটি আয়োজিত হবে টি-টোয়েন্টি সংস্করণে। কারণ ২০২২ সালে আবার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, যেটি আয়োজন করবে অস্ট্রেলিয়া। -ক্রিকবাজ