ন্যাশনাল ডেস্ক, আজনিউজ২৪: আজ (১ অক্টোবর, বৃহস্পতিবার) উদ্বোধনের অপেক্ষায় রাজধানীর গ্রীণরোডে পানি ভবন। উদ্বোধনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে, গত ২৭ সেপ্টেম্বর মতিঝিলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সভাকক্ষে বোর্ডের মহাপরিচালক এ এম আমিনুল হক সভাপতিত্বে আসন্ন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্মিত ভবনের উদ্বোধন অনু্ষ্ঠানটি সফলভাবে পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সভায় ডেকে আহবান জানান।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড
পানি ভবন প্রকল্পের সার সংক্ষেপ
প্রকল্পের নাম : “পানি ভবন নির্মাণ (১ম পর্যায়) (২য় সংশোধিত)”।
মন্ত্রণালয় : পানি সম্পদ মন্ত্রণালয়।
সংস্থা : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)।
প্রকল্প বাস্তবায়নের সুফলঃ
- পানি ভবন নির্মাণের ফলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর সকল দপ্তর একই ভবনে হওয়ায় আন্তঃবিভাগের সমন্বয় বৃদ্ধি পাবে; ফলে এর মাধ্যমে কাজে দক্ষতা উন্নয়নসহ গতিশীলতা বৃদ্ধি পাবে;
- পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্ত ৫টি সংস্থা যেমনঃ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নদী গবেষণা ইনস্টিটিউট, যৌথ নদী কমিশন, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা এবং বাংলাদেশ হাওড় ও জলাভুমি উন্নয়ন অধিদপ্তর একই স্থানে অবস্থিত হওয়ায় সংস্থাসমূহের মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধি পাবে, ফলশ্রুতিতে পানি সম্পদ মন্ত্রণালয়ের কাজে গতিশীলতা আরও বৃদ্ধি পাবে;
- প্রতিবছর বেসরকারী ভাড়া বাড়ীতে বাপাউবোর অফিস ভাড়া বাবদ প্রদত্ত ৫.৩০ কোটি টাকা সাশ্রয় হবে;
- ঢাকা শহরের বিভিন্ন স্থানে অবস্থিত বাপাউবোর দপ্তরসমূহ হতে ওয়াপদা ভবনে যাতায়াতে সময় অপচয় হতো এবং কর্মঘন্টা নষ্ট হতো, পানি ভবন নির্মাণের ফলে তা অনেকাংশে লাগব হবে;
- বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর সকল দপ্তর পানি ভবনে স্থানান্তরিত হওয়ায় জ্বালানীর সাশ্রয় হবে এবং ঢাকা শহরের যানজট সমস্যার আংশিক সমাধান হবে;
- পানি সম্পদ বিষয়ক কাজে নিয়োজিত মানব সম্পদের সুষ্ঠ ব্যবহার নিশ্চিত হবে;
- প্রতিটি সংস্থার কারিগরী, অর্থনৈতিক ও প্রশাসনিক কার্যক্রমের সহজতর সমন্বয় সাধিত হবে;
প্রকল্পের ব্যয় সম্পর্কিত তথ্যঃ
পানি ভবন নির্মাণ প্রকল্পটি বেজমেন্টে, সেমিবেজমেন্টসহ ৩য় তলা পর্যন্ত ভবন নির্মাণ কাজ অন্তর্ভূক্ত করে গত ০২/০৯/২০১৩ খ্রিঃ তারিখে ৫৬৩৭.০০ লক্ষ টাকা ব্যয়ে অনুমোদিত হয়;
- পরবর্তীতে ভবনের ৪র্থ তলা হতে ১২তলা পর্যন্ত ভবন নির্মাণ সহ কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, আসবাবপত্র, সোলার প্যানেল, অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপনসহ আনুসাঙ্গিক কাজ এবং পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ অন্তর্ভূক্ত করে গত ১০/০৫/২০১৬ খ্রিঃ তারিখে ২১০৯৪.১৩ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পের ১ম সংশোধিত ডিপিপি অনুমোদিত হয়;
- পরামর্শক প্রতিষ্ঠানের পরামর্শ, আএমইডি এবং স্টীয়ারিং কমিটির সুপারিশের আলোকে প্রকল্পে ল্যান্ডস্ক্যাপিং, হেলিপ্যাড, মাল্টিপারপাস হল, সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান, রেইন ওয়াটার রিজার্ভার, ওয়াটার বডিতে ফোয়ারা স্থাপন, সার্ভিস বিল্ডিং নির্মাণ, ভবনের ইন্টারিয়র কাজ, পুরো ভবনে আসবাবপত্র সরবরাহ সহ যাবতীয় সংশোধনী অন্তর্ভূক্ত করে গত ২৬/০৮/২০১৮ খ্রিঃ তারিখে ২৬০৮২.০০ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পের ২য় সংশোধিত ডিপিপি অনুমোদিত হয়;
পানি ভবনের উল্লেখযোগ্য স্থানt | |
১) | বঙ্গবন্ধু তথ্য কেন্দ্র |
২) | বঙ্গবন্ধু মুর্যাল |
স্থানান্তরিত দপ্তরসমূহ t | |
১) | পানি ভবনে স্থানান্তরিত মোট দপ্তরের সংখ্যা = ৬১ টি |
২) | ওয়াপদা ভবনে স্থানান্তরিত মোট দপ্তরের সংখ্যা = ২২ টি |
পানি ভবন এক নজরেঃ
১) | কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পন্ন পানি ভবন– ২টি বেজমেন্টসহ 12 তলা বিশিষ্ট,
দৈর্ঘ্য = 276 ফুট এবং প্রস্থ = 127 ফুট; ফ্লোরের মোট এরিয়া– 35000 বর্গফুট ফ্লোর উচ্চতা (নিচতলা) = 13.75 ফুট; ফ্লোর উচ্চতা (অন্যান্য তলা) = 12.25 ফুট |
বেসমেন্ট এবং সেমি বেজমেন্ট এর উচ্চতা = 10.82 ফুট | |
ভবনের মোট উচ্চতা = 174 ফুট (সিভিল এভিয়েশন কর্তৃক অনুমোদিত উচ্চতা= 174 ফুট) | |
২) | অডিটরিয়াম দৈর্ঘ্য = 100 ফুট এবং প্রস্থ = 51 ফুট; মোট এরিয়া– 5100 বর্গফুট (প্রায়) |
অডিটরিয়াম উচ্চতা = 21 ফুট | |
অডিটরিয়াম ধারণক্ষমতা = 536 জন | |
3) | সার্ভিস ভবন – ৩ তলা বিশিষ্ট, দৈর্ঘ্য = 100 ফুট এবং প্রস্থ = 60 ফুট; প্রতি ফ্লোরের মোট এরিয়া– 6000 বর্গফুট (প্রায়) |
সার্ভিস ভবনের উচ্চতা = 14 ফুট | |
৪) | প্রধান জলাধার (Water Body) এর দৈর্ঘ্য = 275 ফুট এবং প্রস্থ = 75 ফুট; মোট এরিয়া– 20625 বর্গফুট (প্রায়),
২য় জলাধার (Water Body) এর দৈর্ঘ্য = 92 ফুট এবং প্রস্থ = 57 ফুট; মোট এরিয়া– 5244 বর্গফুট (প্রায়) |
৫) | পুকুর এর দৈর্ঘ্য = 164 ফুট এবং প্রস্থ = 131 ফুট; মোট এরিয়া– 21484 বর্গফুট (প্রায়) |
6) | হেলিপ্যাড এর এরিয়া– 4500 বর্গফুট (প্রায়) |
৭) | ভবনের বেসমেন্ট এবং সেমি বেজমেন্টে পার্কিং সংখ্যা= 176 টি |
8) | ভবনের বাইরে খোলা জায়গায় পার্কিং সংখ্যা= 200 টি |
9) | কমন ওয়াশরুমের স্থান= 48 টি, প্রতিটিতে টয়লেট 5টি ( ৩টি পুরুষ, ২টি মহিলা) |
উচ্চ পদস্থ কর্মকর্তাদের জন্য সংযুক্ত টয়লেট সংখ্যা= 70 টি | |
10) | ভবনের লিফট সংখ্যা= 8 টি (জার্মানীর তৈরী) |
লিফটের ধারণক্ষমতা (প্রতি লিফটে সর্বোচ্চ 13 জন করে= 8x১৩) = 104 জন | |
11) | কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ধারণক্ষমতা ২৪০০ টন ( অস্ট্রেলিয়ার তৈরী) |
12) | সোলার প্যানেল- ৪০ কিলোওয়াট (অন গ্রীড টাইপ) (জার্মানীর তৈরী) |
13) | জেনারেটর- ৪টি প্রতিটি 650 কেভিএ ক্ষমতাসম্পন্ন (যুক্তরাজ্যের তৈরী ) |
14) | অগ্নি নির্বাপণ বিধিমালা অনুসরন করে স্থাপিত অত্যাধুনিক ফায়ার প্রটেকশন ও ফায়ার ডিটেকশন সিস্টেম স্থাপন। |
15) | আধুনিক স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) (৭ ঘনমিটার/ঘন্টা)
|
১৬) | ভবনে ভবনের নীচতলায় ডে-কেয়ার সেন্টার স্থাপন |
১৭) | ভবনের নীচতলায় এবং ১২তম তলায় ২টি স্বাস্থসম্মত কেন্টিন।
|
১৮) | পুরো ভবনে দৃষ্টিনন্দন এবং টেকসহ ইন্টারিয়র কাজসহ আসবাবপত্র সরবরাহ এবং স্থাপন। |