স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: আগামী মাসেই শুরু হবে ফুটবল জগতের সেরা আসর ২০২২ কাতার বিশ্বকাপ বাছাই পর্ব। আর সে ক্ষেত্রে ক্লাবগুলো খেলোয়াড়দের ছাড় দিবে বলে নিশ্চিত করেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
গত মঙ্গলবার ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাথে বৈঠক করে দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন- কনমেবল। আগামী মাস থেকেই শুরু হতে যাচ্ছে ২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্ব। এ সময় ক্লাবগুলোর ব্যস্ততাও থাকবে সমানতালে। কিন্তু, বিশ্বকাপ বাছাই পর্ব খেলার সময় যাতে ক্লাবগুলো খেলোয়াড়দের অনুমতি দেয়, এই নিয়ে কনমেবলের প্রতিনিধিরা ফিফার সভাপতির সাথে বৈঠক করে।
ফিফার সভাপতি বৈঠক শেষে জানায়, ফুটবলাররা কোন সমস্যা ছাড়াই বাছাই পর্ব খেলতে পারবে। আগামী বৃহস্পতিবার ফিফার সাথে আবারো বৈঠকে বসতে যাচ্ছে কনমেবল।