স্পোর্টস ডেস্ক: আগামী বছর (২০২২)অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে সরাসরি খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আর এরই সাথে ওয়েস্ট ইন্ডিজের হারের ফলে কপাল খুলল বাংলাদেশের। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্ব এড়াল মাহমুদউল্লাহ রিয়াদের দল।
শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই হারে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের আট থেকে ১০ নম্বরে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। নয়ে দুই ম্যাচ জিতে বাদ পড়া শীলঙ্কা। এই সুযোগে বাংলাদেশ উঠে গেছে আটে।
যার অর্থ ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হবে প্রথম পর্বে। নয়ে উঠলেও এবারের মতো অস্ট্রেলিয়াতেও প্রথম পর্বে খেলতে হবে শ্রীলঙ্কাকেও। এবারের বিশ্বকাপে সুপার টুয়েলভে খেলা দলগুলোর মধ্যে স্কটল্যান্ড ও নামিবিয়াও আগামী বিশ্বকাপে খেলবে প্রথম পর্বে।
দল বাছাইয়ের জন্য যথেষ্ট সময় না থাকায় কদিন আগে নতুন নিয়ম জানায় আইসিসি। যেখানে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছিলেন যে, এবারের আসরের ফাইনালের দুই দল ও ১৫ নভেম্বর পর্যন্ত র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সুপার টুয়েলভের অন্য ৬ দল সরাসরি খেলবে আগামী বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে।
সেই নিয়মে অস্ট্রেলিয়া বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এ ছাড়া সরাসরি সুপার টুয়েলভ খেলার সুযোগ পেয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও আফগানিস্তান।