হেল্থ ডেস্ক: আগামী বছরের শেষ নাগাদ নিয়ন্ত্রণে আসতে পারে কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যবেক্ষণ দল । তাদের মতে তবে আরো আগেই শেষ হতো যদি বিশ্বব্যাপী ভ্যাকসিনের বণ্টন সুষম হতো। তা হয় নি বলেই কোভিড ১৯ কে এখনও ভয়ঙ্কর বলা হয়। যদিও ভুক্তভোগীরা মনে করছেন, আগামী বছর কি আবারও করোনার ভয়াবহ রূপ দেখবে বিশ্ব? আক্রান্ত আর মৃতের তালিকা কি আরও লম্বা হবে? এই প্রশ্ন ঘুরে ফিরছে বিশ্বজুড়ে।
যেসব ভাইরাস অতীতে মহামারির সৃষ্টি করেছে তা কমবেশি দুই বছরের মতো ভয়াবহ পর্যায়ে ছিল। এরপর প্রাকৃতিক প্রতিরোধ ও ভ্যাকসিনের ফলে তা আর মানুষের মাথাব্যাথার কারণ থাকে নি। কোভিড-১৯ ও সেরকম পরিণতির দিকে এগুচ্ছে বলে মত দিচ্ছেন গবেষক, বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন।
করোনা গোত্রে এমন আরও চারটি ভাইরাস আছে- যেগুলোর লক্ষণ ও উপসর্গ গোত্রের নবীনতম সদস্য কোভিড ১৯ এর মতোই। ড. মোহাম্মদ সরোয়ার পর্যবেক্ষণ করে বলছেন, যদি ভয়ঙ্কর কোন মিউটেশন না ঘটে তাহলে সাধারণ সর্দি, কাশি হিসেবে মানুষের সাথে সহাবস্থান করবে করোনা।
সংক্রমণ কমে এলেও দেশের হাসপাতালে করোনা রোগীদের জন্য অক্সিজেন,আইসোলেশন প্রস্তুত রাখার পরামর্শ দিলেন এই গবেষক।