রাজধানী ডেস্ক, আজনিউজ২৪: বঙ্গবন্ধুর কারাবাসের স্মৃতি সংরক্ষণসহ পুরনো কেন্দ্রীয় কারাগার ও পুরান ঢাকার আধুনিকায়নে নেয়া মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী বছরের প্রথম দিকেই শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নুর তাপস।
বুধবার (২১ অক্টোবর) সকালে পুরনো কেন্দ্রীয় কারাগারের চারপাশ সরেজমিন ঘুরে দেখেন। এসময় তিনি পথে পথে পুরাণ ঢাকার আধুনিকায়নে প্রণয়ন করা নকশা মিলিয়ে দেখেন এবং ছোট খাট অবৈধ স্থাপনাসহ আধুনিকায়ন কাজে সৃষ্ট বিভিন্ন জটিলতা দূর করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
সরেজমিনে পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমসহ স্থানীয় ব্যবসায়ীরা সঙ্গে ছিলেন। পুরনো কারাগারের পাশে নবকুমার ইনস্টিটিউটের সামনের মাঠে কোন স্থাপনা না করে মাঠটিকে আধুনিকায়ন করে শিশুদের বিনোদনের সকল ব্যবস্থা রাখার কথা বলেন।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, কারাগারে জাতির পিতার স্মৃতি রক্ষার পাশাপাশি ঐতিহ্যবাহী পুরাণ ঢাকাকে নতুন নকশা অনুসারে গড়ে তুলতে, আশেপাশের চলাচলের রাস্তাসমূহও প্রশস্ত করা হবে ।সূ্ত্র: সময় টিভি