আজনিউজ২৪: আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) উদ্বোধন হতে যাচ্ছে কিশোরগঞ্জের ‘হাওরের বিস্ময়’ কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম ‘অল-ওয়েদার’ সড়ক। বিচ্ছিন্ন ৩টি উপজেলাকে যুক্ত করে নির্মিত এ রাস্তাটি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এলাকাবাসী বলছেন, এ সড়ক উদ্বোধনের মাধ্যমে হাওরে নতুন দিগন্তের উন্মোচন হবে। সড়ককে ঘিরে হাওরে, কেরালার মডেলে পর্যটন এলাকা ঘোষণার উদ্যোগ নিয়েছে প্রশাসন।
অবশেষে শেষ হচ্ছে অপেক্ষার পালা। রাত পোহালেই স্বপ্নের বাস্তবায়ন হাওরবাসীর। সকালে হাওরবাসীর অলওয়েদার সড়ক উদ্বোধন করছেন শেখ হাসিনা।
এক সময়ের অবহেলিত ইটনা-মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলাকে সংযুক্ত করেছে এ সড়কটি। দিগন্ত বিস্তৃত হাওরের মাঝ দিয়ে পিচঢালা প্রশ্বস্ত উঁচু সড়কটি হাওরের সৌন্দর্যকে যেন বাড়িয়ে দিয়েছে বহু গুণ
এ সড়ককে ঘিরে সমৃদ্ধ হবে হাওরের অর্থনীতি। বাড়বে মানুষের জীবনমান এমনটা মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান বলেন,
ইউপি চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম জেমস বলেন, আমাদের যোগাযোগব্যবস্থা ভালো হওয়ায় ব্যবসায় সমাজ সবাই অনেক সুবিধা পাচ্ছে।
এমপি রেওয়ান আহাম্মদ তৌফিক বলেন, রাস্তাটার জন্য সারা বছর নির্বিঘ্নে যাতায়াত করতে পারব।
এ সড়ককে ঘিরে হাওরে ভারতের কেরালা মডেলে পর্যটন এলাকা গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেন, পর্যটকদের বিনোদনের যে কেন্দ্রগুলো গড়ে তোলা যায় তাহলে অনেক সম্ভাবনা রয়েছে।
গত অর্থ বছরে ৮৭৪ কোটি টাকা ব্যয়ে ২৯ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ ‘অল ওয়েদার সড়ক’ নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। সূত্র: সময় টিভি