মুক্তমঞ্চ ডেস্ক: বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ফরিদ আহমেদ রিপন-এর দৃষ্টিতে একজন প্রতিভাবন ও তরুণ প্রজন্মের রাজনৈতিক ব্যক্তি কামরুল ইসলাম সাউদকে নিয়ে আজকের আয়োজন। বিশিষ্ট সাংবাদিক রিপন বলেন, আমাদের পরিবারের একেবারে নিকটতম আত্মীয় বটে , শিশু কিশোর সময় থেকে আমার ছোট ভাই জামানের অকৃত্রিম বন্ধু । ৯৬ ‘ থেকে ঢাকার সাভারে থাকালেও হরহামেশাই ঢাকায় জামানের কাছে চলে আসতেন , আমার পত্রিকা অফিস কাওরান বাজার পরবর্তী পল্টনে দুজনে আন্তরিক আলাপ চারিতায় অনেক বছর পার করছে ২০০৭ পর্যন্ত আমার সাথেও আলাপ হতো , আমাদের মতো ছোটবেলায় বাবাকে হারিয়েছে , আর্থিক সহায় সম্পদ থাকলেও বড়ো ভগ্নিপতির উপর তাদের ভাই বোনদের দেখবাল দ্বায়িত্ব এসে পড়ে ।
তার ভগ্নিপতি আমার স্কুল সহপাঠী ছিলো আমার কাছে তাকে মনেহতো সে সরল এবং নরম প্রকৃতির মানুষ , কিন্তু “””””””” যাক তার প্রসঙ্গে যাওয়া ভালো মনে করি না , কামরুল কে দেখতাম তার বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে ভগ্নিপতির সাথে চরম বিষাদ মতদ্বৈধতা ।
এক পর্যায়ে সাভার ছেড়ে গ্রামের বাড়ি চলে এলো বড়ো বোন ছাড়া মা ছোট ভাইবোনদের পরিচালনার দায়িত্ব কাঁদে নিলেন , ব্যবসা বানিজ্য কিছু একটা করার চেষ্টাও করেন । কিন্তু “”””” হটাৎ ১/১১ পর আওয়ামী রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের সঙ্গে স্হানীয় ভাবে জড়িয়ে পড়লেন ( তার মরহুম বাবা একজন বীর মুক্তিযোদ্ধা তিনি মুক্তিযোদ্ধা সনদ গ্রহণ করেন নাই তবে আজিবন বঙ্গবন্ধুর আদর্শের মানুষ ছিলেন ) এবং রাতদিন নেতাকর্মীদের নিয়ে দলের জন্য কাজ করতে ঢাকায় নিয়মিত এসে বর্তমান সাংসদ সাংবাদিক শফিকুর রহমানের দৃষ্টি আকর্ষণ করে আস্থা অর্জন করতে থাকে তখন শফিক ভাই জাতীয় প্রেসক্লাবের সভাপতি এবং কেন্দ্রীয় পর্যায়ের স্বনামধন্য নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী র একান্ত কাছের মানুষ সে কারণে তিনি তিনবার নৌকা প্রতীক মনোনীত হয়ে দুবার পরাজয় বরন করে “” তৃতীয় পর্যায়ে এখন ফরিদ গন্জ আসনের সাংসদ ।
তিনি সাংসদ হওয়ার পর থেকে কামরুল সাউদ তার বিপরীত শান্তিপূর্ন অবস্থান নিয়ে সরে পড়েন ।
তাদের দলের দুটি পক্ষের কাহারও সাথে হাত না মিলিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে নিজস্ব একটি জায়গা তৈরী করতে চেষ্টা অব্যহত । ক্ষমতাশীন দলের রাজনৈতিক কর্মসূচি পালন এবং সামাজিক কাজ করতে গিয়ে বাবার রেখে যাওয়া মূল্যবান সম্পত্তিও বিক্রি করে ব্যায় মিটিয়েছেন ।
রাজনীতিতে তার একটি চাওয়া ছিলো স্হানীয় পৌর সভায় নির্বাচন করা , চেষ্টাও করেছে তবে পারিবারিক মানুষ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান পৌর মেয়রের সমর্থনে নিজকে গুটিয়ে নেয়।
আমার একান্ত মতামত রাজনীতিতে যেভাবে আদর্শ চ্যুত , পেশীশক্তি , নির্বোধ হাঁদারামের অবাধ অনুপ্রবেশ ঘটেছে “” সেকারণে তার আদর্শ হৃদয়ে ধারণ করে ব্যাক্তিগত হালাল পথে আয়ের সন্ধানে নেমে পড়া উচিৎ । আওয়ামীলীগের হাল পলিটিক্সে দিন দিন আদর্শের মানুষ গুলো পরাজয়ে ধাবিত হচ্ছে সে কারণে “”””
আমরা তোমার সুন্দর চলার পথ দেখতে চাই ।
আওয়ামী লীগের হাল পলিটিক্সে কামরুল কে পরামর্শ : বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রিপন
আজনিউজ২৪ :
0 Views