ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সাবেক আহবায়ক সাইফুল আলম নীরব বলেছেন, আওয়ামী সন্ত্রাসীরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান তারা জিম্মি করে রেখেছিল। তাদের ভয়ে কেউ কথা বলতে পারতো না। শিক্ষকদের উপর চাপিয়ে দিয়েছিল মানসিক নির্যাতন।আজ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান উন্মুক্ত শিক্ষকরা তাদের মন খুলে কথা বলতে পারছে।বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হবে।
গতকাল শনিবার রাজধানীর পিডব্লিউডি স্টাফ কোয়ার্টার কমিউনিটি হলে বিএনপি ও অঙ্গ সংগঠন তেজগাঁও শিল্পাঞ্চল থানা ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে শিক্ষকদের সঙ্গে শিক্ষার মান নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নীরব বলেন, ছাত্র-জনতা তথা রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে গণঅভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষা ছিল দ্রুত দেশে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পাবে, গণতন্ত্র ফিরে পাবে, বাক-স্বাধীনতা ফিরে পাবে; কিন্তু আমরা আজ তার উল্টাটা দেখছি, বিভিন্ন সময় বিভিন্ন রূপে। ফ্যাসিবাদের দোসররা নামে-বেনামে দেশকে অস্থিতিশিল করার জন্য এবং নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই যত দ্রুত জাতীয় নির্বাচন হবে, জাতির জন্য মঙ্গল।
তিনি আরও বলেন, মানুষ এখন নির্বাচনমুখী হয়ে যাচ্ছে এবং সবাই অপেক্ষা করছে দেশে একটা নির্বাচন হোক এবং এর মাধ্যমে দেশে একটা নির্বাচিত সরকার আসবে, সংসদ প্রতিষ্ঠা হবে যে সরকার বা সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম নীরব অত্র আলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সমসাময়িক রাজনৈতিক পরিবেশ, আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সমাজ অগ্রনী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন। শিক্ষকদের সম্মান ও মর্যাদা ফিরিয়ে আনতে সাইফুল আলম নীরব সর্বদা পাশে থাকার আশা ব্যাক্ত করেন।
সভাপতিত্ব করেন তেজগাঁও আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যাপক সরকার ও রাজনীতি বিভাগ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ড: আব্দুল লতিফ মাসুম। সঞ্চালনা করেন তেজগাঁও আদর্শ স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি সভাপতি তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম-আহবায়ক হুমায়ূন কবির আহমেদ।