স্পোর্টস ডেস্ক: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল অস্ট্রিলিয়া। এতে করে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেল তারা। লংকানদের ছুড়ে দেয়া ১৫৫ রানের লক্ষ্যে মাঠে নেমে ৩ ওভার হাতে থাকতেই জয় পেয়ে যায় অজিরা।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখি ব্যাটিং করেন দুই অজি ওপেনার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। পাওয়ার প্লে’র সদ্ব্যাবহার করে ৭০ রানের জুটি গড়েন তারা। ৩৭ রান করে আউট হন ফিঞ্চ। তবে গ্লেন ম্যাক্সওয়েল একটি বাউন্ডারি হাঁকিয়েই বিদায় নেন।
এরপর স্টিভেন স্মিথের সঙ্গে জুটি বাঁধেন ওয়ার্নার। তারা তোলেন ৫০ রান। ৪২ বলে ৬৫ রান করে বিদায় নেন ওয়ার্নার। ১০ চারে সাজানো ছিল তার ইনিংস। তারপর বাকি কাজটুকু সারেন স্মিথ ও মার্কাস স্টয়নিস।
অবিচ্ছিন্ন ২৫ রানের জুটি গড়েন তারা। ২৮ রান নিয়ে স্মিথ এবং ১৬ রান নিয়ে অপরাজিত থাকেন স্টয়নিস। শ্রীলংকার ২ উইকেট নেন ওয়ানিদু হাসারাঙ্গা। আর ১টি নেন অধিনায়ক দাসুন শানাকা।
এর আগে দারুণ শুরুর পরও বড় স্কোর গড়তে পারেনি শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ২ উইকেটেই ৭৮ রান তুলে ফেলে তারা। তবে এরপর মাত্র ১৬ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করে করেন কুশল পেরেরা ও চারিথ আসালঙ্কা। ৩৩ রান করে অপরাজিত থাকেন ভানুকা রাজাপাকসে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের সুপার টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং নেয় অস্ট্রেলিয়া। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ৮টায়।
সূচনাতেই ওপেনার পাথুম নিশাঙ্কার উইকেট তুলে নেয় অস্ট্রেলিয়া। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তারা। দ্বিতীয় উইকেট জুটিতে আসালঙ্কাকে নিয়ে ৪৪ বলে ৬৩ রানের জুটি গড়েন অপর ওপেনার পেরেরা। কিন্তু পরে দ্রুত ফেরেন আসালঙ্কা, পেরেরা, আভিস্কা ফার্নান্দো ও ওয়ানিন্দু হাসারঙ্গা।
শেষদিকে ভানুকা ও অধিনায়ক দাসুন শানাকার ব্যাটে মাঝারি সংগ্রহ পায় শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার হয়ে মিসেল স্টার্ক, পেট কামিন্স ও অ্যাডাম জাম্পা দুটি করে উইকেট শিকার করেন। এতে নাগালেই শানাকাদের বেঁধে রাখে অজিরা।