স্পোর্টস ডেস্ক: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। সেই সাথে সপ্তম আসরে সুপার টুয়েলভে জয় অধরাই রইলো টাইগারদের। ইংল্যান্ডের বিপক্ষে কোনও ইভেন্টেই প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি বাংলাদেশ। টাইগারদের দেয়া লক্ষমাত্রা ৮ উইকেট হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা। এ নিয়ে বিশ্বকাপে টানা দুই জয় পেলো থ্রি লায়ন্সরা। প্রকাশিত র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান অষ্টম স্থানে। অথচ র্যাঙ্কিংয়ের ৬ষ্ঠ স্থানে থেকে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ।
বুধবার (২৭ অক্টোবর) দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
বাংলাদেশের দেয়া টার্গেটে নেমে উদ্বোধনী জুটিতে ৩৯ রান করেন জেসন রয় ও জস বাটলার। দলীয় ৩৯ রানে নাসুম আহমেদ বাটলারকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন। তার আগে বাটলার ১৮ বলে এক চার ও এক ছয়ে ১৮ রান করেন। দ্বিতীয় উইকেটে জেসন রয় মালানকে নিয়ে ৭৩ রানের জুটি গড়েন। ম্যাচে জয় থেকে ১২ রান দূরে থাকতে শরীফুল ইসলামের বলে নাসুম আহমেদকে ক্যাচ দিয়ে ফেরেন জেসন রয়। তার আগে রয় ৩৮ বলে ৩ ছয় ও ৫ চারের সাহায্যে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এরপর ডেভিড মালান-জনি বেয়ারেস্টোকে সঙ্গে করে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন। মালান ২৫ বলে ৩ চারে ২৮ রান ও বেয়ারেস্টো ৪ বলে ৮ রান করে অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ ও শরীফুল ইসলাম প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।
এর আগে টস জিতে টাইগার অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও টাইগার ব্যাটারদের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ১২৪ রান সংগ্রহ করে মাহমুদউল্লাহরা। বাংলাদেশের হয়ে আগের ম্যাচে অর্ধশত করা মুশফিকুর রহিম সর্বোচ্চ ২৯ রান করেন। অধিনায়ক মাহমুদউল্লাহ ও নাসুম আহমেদ দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন।
ইংল্যান্ডের হয়ে টাইমাল মিলস ৩টি, মঈন আলী ও লিয়াম লিভিংস্টোন প্রত্যেকে ২টি এবং ক্রিস ওকস একটি উইকেট লাভ করেন।