স্পোর্টস ডেস্ক: আইপিএলের ৪০তম ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এ নিয়ে চলতি আসরে দ্বিতীয় জয় পেল দলটি। এতে প্লে-অফে খেলা অনেকটা কঠিন হয়ে গেল মোস্তাফিজুর রহমানের রাজস্থানের। ১০ ম্যাচে ৪ জয় ও ৬ হারে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে তারা। এখন বাকি ৪ ম্যাচেই জয়ের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।
সোমবার (২৭ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে রাজস্থান রয়্যালস। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৪ রানের পুঁজি গড়ে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রানের নান্দনিক ইনিংস খেলেন কাপ্তান স্যাঞ্জু স্যামসন। তার ইনিংসটি সাজানো ৫৭ বলে ৭ চার ও ৩ ছক্কায়।
পাশাপাশি যশস্বী জয়সওয়াল করেন ৩৬ রান। আর মহিপাল লোমরোর ব্যাট থেকে আসে অপরাজিত ২৯ রান। হায়দরাবাদের হয়ে সিদ্ধার্থ কাউল শিকার করেন ২ উইকেট।
১৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে হায়দরাবাদকে উড়ন্ত শুরু এনে দেন ঋদ্ধিমান সাহা ও জেসন রয়। ১১ বলে ১৮ রান করে ঋদ্ধিমান আউট হলেও টিকে থাকেন রয়। পরে কেন উইলিয়ামসনকে নিয়ে জুটি বাঁধেন তিনি। তাদের মেলবন্ধনও গড়ে ওঠে বেশ।
তাতে জয়ের দিকে এগিয়ে যায় হায়দরাবাদ। তবে হঠাৎ খেই হারিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন রয়। ফেরার আগে ৪২ বলে ৮ চার ও ১ ছক্কা ৬০ রানের দর্শনীয় ইনিংস খেলেন তিনি। এরপর দলকে জয়ের বন্দরে নোঙর করান উইলিয়ামসন। পথিমধ্যে প্রিয়ম গার্গ গোল্ডেন ডাক মারলে অভিষেক শর্মাকে নিয়ে বাকি কাজটুকু সারেন তিনি।
শেষ পর্যন্ত ১৮.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে হায়দরাবাদ। উইলিয়ামসন খেলেন ৪১ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫১ রানের হার না মানা ইনিংস। ১৬ বলে ২১ রান করে অপরাজিত থাকেন অভিষেক। রাজস্থানের হয়ে ৩.৩ ওভার হাত ঘুরিয়ে ২৬ রান খরচায় ১ উইকেট ঝুলিতে ভরেন মোস্তাফিজুর রহমান।