সারাদেশ ডেস্ক: কুমিল্লার মেঘনা উপজেলায় ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনায় শনিবার মামলা দায়ের করেছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সরকার মফিজুল ইসলাম। মামলায় অজ্ঞাতনামা ১০০ জনকে আসামি করা হয়েছে।
মানিকাচর ইউনিয়নের আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনায় শাওন আহমেদ (৩২) নামে একজন সিএনজি অটোরিকশা চালক নিহতের ঘটনায় এই মামলা দায়ের করা হয়।
এদিকে, একই উপজেলার ভাওরখোলা ইউনিয়নের খিরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সানাউল্লাহ ঢালির (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। তবে এ ঘটনায় তার পরিবার এখনো মামলা দায়ের করেনি।
শনিবার সন্ধ্যায় মেঘনা থানার ওসি আবদুল মজিদ বলেন, ‘নিহত শাওনের মৃত্যুর ঘটনায় তার পরিবার থানায় অভিযোগ না দেওয়ায় ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় এজাহারনামীয় কাউকে আসামি করা হয়নি। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অপরদিকে সানাউল্লাহ ঢালির মৃত্যুর ঘটনায়ও তার পরিবার থানায় অভিযোগ দেয়নি।’