
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এর এ প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরে কর্পোরেট সংস্থাগুলো কর্মীদের বেতন বাড়াতে বলে ইঙ্গিত দিয়েছিল। সম্প্রতি বহুজাতিক সংস্থা ডেলইটের সমীক্ষায় বেতনবৃদ্ধির এ পূর্বাভাস দেয়া হয়েছিল।
ফেব্রুয়ারি মাসেই অ্যামাজনের তরফে থেকে জানানো হয়েছিল, নতুন অর্থবর্ষে কর্মীদের সর্বোচ্চ মূল বেতনই দ্বিগুণ করে দেবে তারা। অ্যামাজনে একজন কর্মীর সর্বোচ্চ মূল বেতন এক লাখ ৬০ হাজার ডলার। তা বেড়ে হবে তিন লাখ ৫০ হাজার ডলার।
যদিও গুগল আগেই জানিয়েছিল, সাধারণ কর্মীদের বেতন বাড়ানো হবে না। বেতন বাড়বে শুধু সংস্থার বড় মাথাদের।
অন্য দিকে, তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফট জানিয়েছিল, কর্মচারীদের বেতন দ্বিগুণ বাড়ানো হচ্ছে নতুন অর্থবছরে। কর্মীদের পাঠানো ই-মেইলে সিইও সত্য নাদেল্লা লিখেছিলেন, গ্রাহক ও অংশীদারদের ভালো পরিষেবা দেয়ার জন্য তাদের কর্মচারীরা দুর্দান্ত সব কাজ করেন। তাই বরাবরই, মাইক্রোসফটের কর্মচারীদের চাহিদা থাকে তুঙ্গে। সেজন্যই মাইক্রোসফট নিজের কর্মীদের ওপর দীর্ঘমেয়াদি ভিত্তিতে লগ্নি করতে চায়। তাই ‘গ্লোবাল মেরিট বাজেট’ দ্বিগুণ করা হচ্ছে সংস্থায়।