বলিউডের জনপ্রিয় অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা অভিনেত্রী অনন্যা পান্ডে কৈশোর থেকেই চেহারার আকার নিয়ে নানা রকমের কটাক্ষ শুনতে হয়েছে। তিনি নাকি অস্ত্রোপচার করে নিতম্বের আকৃতি বৃদ্ধি করেছেন। কিন্তু সত্যিই কি নিতম্ব বড় করিয়েছেন নায়িকা?
সম্প্রতি একটি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে সে বিষয়ে খোলাখুলি কথা বলেছেন অনন্যা পান্ডে। তিনি বলেন, একটা সময়ে ক্ষীণদেহী ছিলেন বলে নানা রকমের তির্যক মন্তব্য শুনতে হয়েছে তাকে।
নায়িকা বলেন, তখন আমার ১৮-১৯ বছর বয়স। খুব রোগা ছিলাম আমি। সেটি নিয়েও মশকরা করা হতো। লোকে আমাকে বলত, আরে, তোমার পা দুটো মুরগির ঠ্যাংয়ের মতো। কেউ আবার বলত, তোমার চেহারাটাই দেয়াশলাইয়ের কাঠির মতো। তোমার তো স্তন কিংবা নিতম্ব কোনোটাই নেই।’
তিনি বলেন, এসব অনেক শুনতে হয়েছে আমাকে। এখন বয়স বৃদ্ধির সঙ্গে চেহারাতেও ভার এসেছে। তারপরও নানা তির্যক মন্তব্য শুনতে হচ্ছে তাকে। অনন্যা বলেন, আমি স্বাভাবিকভাবেই বড় হচ্ছি। আমার চেহারাও ভারি হচ্ছে স্বাভাবিকভাবেই। তারপরও কথা শুনতে হচ্ছে। আমি নাকি অস্ত্রোপচার করিয়ে নিতম্বের আকার বৃদ্ধি করেছি। মানুষ যা-ই করবে, দেখতে যেমনই লাগুক—কটাক্ষ শুনতেই হবে।