ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: অস্ট্রেলিয়ায় মধ্য আকাশে দুটি ছোট উড়োজাহাজের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, দুটো উড়োজাহাজের প্রতিটিই ছিল দুই ইঞ্জিন বিশিষ্ট এবং ছোট আকারের। উড়োজাহাজ দুটিতে একজন করে পাইলট ও যাত্রী ছিলেন। তারা সবাই ঘটনাস্থলেই মারা যান।
মঙ্গলবার ম্যাঙ্গালোর শহরের ৪ হাজার ফুট ওপরে আকাশে বিপরীত দিক থেকে এসে সংঘর্ষের পর উড়োজাহাজ দুটি বিধ্বস্ত হয়। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে উড়োজাহাজ দুটোর ধ্বংসাবশেষ জমি ও আশপাশের গাছপালার ওপর পড়ে থাকতে দেখা গেছে।জরুরী উদ্ধারকারী দল মেলবোর্নের প্রায় ১২০ কিলোমিটার উত্তরে সিমোরের কাছাকাছি প্রায় দুই কিলোমিটার দূরত্বে দুই উড়োজাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার করে। তখনো প্লেন দুটির ভেতর পাইলট ও যাত্রীর মরদেহ আটকা পড়ে ছিল।
পুলিশের বরাতে দ্য অস্ট্রেলিয়ান জানিয়েছে, দুটো উড়োজাহাজই অনুমতি নিয়ে বৈধভাবে ওই এলাকায় উড়ছিল। দুর্ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ ইনস্পেকটর পিটার কোগার গণমাধ্যমকে বলেন, সংঘর্ষের সাথে সাথেই একটি উড়োজাহাজ সেখানেই পড়ে যায়। আর আরেকটা নিয়ন্ত্রণহীন অবস্থায় আরও দুই কিলোমিটার দূরে গিয়ে বিধ্বস্ত হয়।তিনি জানান, দুটি প্লেনের একটি সংঘর্ষের কিছু আগে কাছের বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। কিন্তু অন্যটি কোথা থেকে এসেছে তা এখনো জানা যায়নি।
অস্ট্রেলিয়ায় মধ্য আকাশে দুটি ছোট উড়োজাহাজের সংঘর্ষে ৪ জন নিহত
আন্তর্জাতিক
0 Views