ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে গাড়িতে আগুনে পুড়ে প্রাণ হারিেছে ৩ শিশুসহ ৪ জন। এ ঘটনায় গাড়ির আরেক যাত্রী এবং এক পথচারী মারাত্মক দগ্ধ হলে তাৎক্ষণিক তাদেরকে ভর্তি করা হয়েছে।
বিবিসি জানায়, বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে আগুনের খবর পেয়ে ব্রিসবেন শহরের পূর্বাঞ্চলীয় ক্যাম্প হিল এলাকায় যায় কুইন্সল্যান্ড পুলিশ। গিয়ে দেখতে পায়, পুরো গাড়িটিতেই আগুন জ্বলছে। গাড়ি থেকে বের হয়ে বাঁচার চেষ্টা করা এক নারীর গায়ের আগুন নিভিয়ে ফেলেন স্থানীয় লোকজনই।
কুইন্সল্যান্ড পুলিশের ডেপুটি ইনস্পেকটর মার্ক থম্পসন বলেন, ‘সে এক ভয়ঙ্কর দৃশ্য’। তিনি আরও বলেন,
‘তদন্তের স্বাস্থ্যে এ ব্যাপারে এখন কিছু বলা যাচ্ছে না। এদিকে, পুলিশ পৌঁছার আগেই পুরো গাড়িতে আগুন লেগে গিয়েছিল।
প্যারামেডিকরা জানিয়েছেন, একজন পথচারীকে আগুনে পোড়ার প্রাথমিক চিকিৎসা দিয়েছেন তারা। ওই পথচারী গাড়ির কাছে গিয়ে আরোহীদের সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন।’
অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে গাড়িতে আগুনে পুড়েপ্রোণ হারিয়েছে ৩ শিশুসহ ৪ জন
আন্তর্জাতিক
0 Views