স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করলো ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি জোরদারে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে ভারত। সিরিজের প্রথম খেলায় মোহালিতে ২০৮ রানের পাহাড় গড়েও হার এড়াতে পারেনি রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত।
রবিবার হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে ‘অঘোষিত ফাইনালে’ বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে (কার্টল ওভারে) ৮ ওভারে ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া করে ৯০ রান। ৯১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪ বল হাতে রেখেই ৬ উইকেটের জয়ে সিরিজে (১-১) সমতায় ফেরে ভারত।
এদিন টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ক্যামেরন গ্রিন ও টিম ডেভিডের জোড়া ফিফটিতে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৮৬ রান করে অস্ট্রেলিয়া। দলের হয়ে ২৭ বলে দুই চার আর ৪টি ছক্কায় সর্বোচ্চ ৫৪ রান করে টিম ডেভিড। ওপেনার ক্যামেরন গ্রিন ২১ বলে সাত চার আর তিন ছক্কায় করেন ৫২ রান।
সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিং নেমে ৩০ রানে দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মার উইকেট হারায় ভারত। তৃতীয় উইকেটে সুরাইয়া কুমার যাদবকে সঙ্গে নিয়ে ৬২ বলে ১০৪ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান সাবেক অধিনায়ক বিরাট কোহলি।
৬৯ ও ৬৩ রানে আউট হন যাদব ও কোহলি। এরপর দিনেশ কার্তিককে সঙ্গে নিয়ে নির্ধারিত ওভারের এক বল আগেই দলের জয় নিশ্চিত করেন হার্দিক পান্ডিয়া। এই জয়ে ২-১ সিরিজ নিশ্চিত করল ভারত।