ভারতের এক প্রতিষ্ঠান প্রধান বিনা বেতনের এক ইন্টার্নকে তার অসুস্থ বাবা-মায়ের জন্য ১ দিনের ছুটি না দিয়ে বরং তাকে দায়িত্বজ্ঞানহীন বলে অপমান করেছেন—এমনই একটি অভিযোগ উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
এক Reddit ব্যবহারকারী বিষয়টি প্রকাশ্যে আনেন। তিনি জানান, তার এক বন্ধু বিনা পারিশ্রমিকে ইন্টার্নশিপ করছেন, অথচ তার ওপর চাপানো হয়েছে অসীম দায়িত্ব।
Reddit পোস্টটিতে লেখা হয়, “আমার বন্ধু একটা বিনা বেতনের ইন্টার্নশিপ করছে, কিন্তু তার বস তার কাছ থেকে এমন সব দায়িত্ব নিচ্ছে, যেন সে পূর্ণকালীন কর্মী। অথচ সেই বসই ইন্টার্নদের গুরুত্ব দেন না। এবার সে এক দিনের ছুটি চাওয়ায় তাকে দায়িত্বজ্ঞানহীন বলে অপমান করা হয়েছে।”
সঙ্গে যুক্ত করা হয় একটি হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশট। সেখানে ইন্টার্ন লিখেছেন—
“স্যার, খুব দুঃখিত হঠাৎ জানাচ্ছি। আজ আমি আসতে পারছি না। বাসায় জরুরি অবস্থা, বাবা-মা দুজনেই অসুস্থ এবং বিছানায়, তাই আমাকে বাসায় থাকতে হচ্ছে। হঠাৎ অনুপস্থিতির জন্য দুঃখিত, ভবিষ্যতে এমন হবে না। আজকেই ‘মরফড রানওয়ে’ ভিডিওগুলো পাঠিয়ে দেব।”
এর উত্তরে বস লেখেন—
“যখন কোথাও ইন্টার্নশিপ করো, তখন কিছু দায়িত্বও থাকে… বড় ইভেন্টের ৩ দিন আগে তুমি গায়েব… যাই হোক, এটা তোমার সিদ্ধান্ত… এতে তোমার কাজের প্রতি গুরুত্ব কতটা, তা বোঝা যায়।”
এই ঘটনাটি নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, “অর্থ না দিয়েও কাজ করিয়ে আবার মানবিকতার অভাব দেখানো—এটা শোষণেরই নামান্তর”।
বলা বাহুল্য, কর্মক্ষেত্রে মানবিক মূল্যবোধ ও কর্মীর প্রতি সম্মানবোধের প্রশ্ন ফের আলোচনায় এসেছে এই ঘটনায়।
সূত্রঃ https://www.hindustantimes.com/trending/indian-boss-denies-unpaid-intern-1-day-leave-to-care-for-sick-parents-shames-her-101754110262453.html