পূজায় বাঙালি দর্শকদের বুকে নীল বিকিনিতে ঝড় তুলছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। পঞ্চমী থেকে বড়পর্দা মাতাচ্ছেন তিনি।
‘আমার চোখের নীলে, সেই তুমি ডুব দিলে’— সমুদ্রপাড়ে ‘রক্তবীজ ২’-এর পুলিশ অফিসার ‘সংযুক্তা’ অভিনেত্রীর এই অমোঘ আকর্ষণ এড়ানো যায়? পর্দার বাইরে সেই নায়িকারই ভিন্নরূপ।
দেখা যায়, পর্দার আর বাস্তবের মিমির মধ্যে বিস্তর ফারাক। এই মিমি সংযত ও ঈশ্বরভক্ত। নিষ্ঠার সঙ্গে দেবীর আরাধনায় মগ্ন তিনি।
অষ্টমীতে চওড়া লালপাড়ের হলুদ রঙের কাঞ্চিভরম সিল্ক। ঘাড়ের কাছে হাতখোঁপা। পোশাকের সঙ্গে মানানসই সোনার গহনায় সেজে পূজা প্রাঙ্গণে এসে দাঁড়াতেই চারদিক আলোয় ভরা ভুবন।
কোমরে আঁচল গুঁজে নিজেই নেমে পড়লেন পূজার জোগাড়ে। কখনো পূজার মঞ্চে দেবীকে উৎসর্গ করা সব আয়োজন গঙ্গাজল ছড়িয়ে শুদ্ধ করছেন। আবার কখনো পূজার থালা গোছাচ্ছেন। এভাবেই মিমি আবাসনের পূজার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েন।
পূজার দিনগুলো কীভাবে কাটছে মিমির? আপ্তসহায়ক রুদ্রদীপের কাছে প্রশ্ন ছিল একটি গণমাধ্যমের। তিনি জানিয়েছেন, পূজার সময়টুকু ছাড়া নিজের বাড়িতেই সময় কাটাতে ভালোবাসেন অভিনেত্রী। কাছের কিছু বন্ধু যেমন— পোশাকপরিকল্পক অভিষেক রায়, অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়সহ আরও কয়েক বন্ধুর সঙ্গে আড্ডা দেন। সারা বছর শুটিংয়ে ব্যস্ত থাকেন তিনি। তাই পূজার সময় পরিবারকেও বেশি করে সময় দেন মিমি চক্রবর্তী।
পূজার সিনেমা ‘রক্তবীজ ২’ প্রসঙ্গে রুদ্রদীপ বলেন, দিদি আর প্রচারে বেরোচ্ছেন না। তিনি নিজের সামাজিক মাধ্যমে ছবির প্রচার সারছেন।