আইন ও আদালত ডেস্ক, এইউজেডনিউজ২৪: দুই পক্ষের শুনানি শেষে মহামান্য হাইকোর্ট বুধবার (১৫ জুলাই) এই আদেশ দেন। আদেশে বলা হয়, আগামী এক সপ্তাহের মধ্যে সকল ওটিটি (OTT) প্ল্যাটফর্ম থেকে বিবাদীদেরকে উক্ত অনৈতিক এবং নিন্দনীয় আইন বহির্ভূত ভিডিও কনটেন্ট গুলি সরিয়ে ফেলতে হবে। একইসঙ্গে আগামী এক মাসের মধ্যে বিটিআরসিকে একটি রিপোর্ট সাবমিট করতে বলা হয়েছে আদেশে। কিভাবে তারা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরকারি রেভিনিউ কালেক্ট করেন, যেমনটি তারা করছেন নেটফ্লিক্স এর ক্ষেত্রে।
সাবমিশনের মধ্যে শুধুমাত্র বাংলাদেশী ওয়েব সিরিজের ভিডিও কনটেন্টগুলো সীমাবদ্ধ ছিল না। এর মধ্যে ইন্ডিয়ান কিছু বাংলা ওয়েব সিরিজ ছিল। যেগুলা হচ্ছে- হলিফাক, চরিত্রহীন, মন্টু পাইলট, হ্যালো, দুপুরের ঠাকুরপো, আস্তে লেডিস, ওয়েব সিরিজ কবিতা ভাবি, সাইজ ম্যাটার এবং হিন্দি ওয়েব সিরিজের মধ্যে যেমন কবিতা ভাবি, সাইজ ম্যাটার, চরমসুখ, মনা হোম ডেলিভারি, যেগুলি ভারতীয় এমএক্স প্লেয়ার অ্যাপ্লিকেশনসহ সকল ধরনের সোশ্যাল মিডিয়াতে সহজলভ্য উপায় দেখানো হয়। সূত্র : চ্যানেল টোয়েন্টি ফোর
অশ্লীল ওয়েব সিরিজ এক সপ্তাহের মধ্যে সরানোর নির্দেশ হাইকোর্টের
আইন ও আদালত
1 Views