রাজধানী ডেস্ক, এইউজেডনিউজ২৪: অল্প সময়ের বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। এতে ভোগান্তিতে পড়েন কর্মজীবি মানুষ। সড়কে পানি জমে থাকায় যানবাহন বিকল হয়েছে কোনো কোনো এলাকায়। রাজধানীর বিভিন্ন সড়কে ড্রেনের সংস্কার কাজ চলমান থাকায় বৃষ্টির পানি নামতে দেরি হচ্ছে। এছাড়া অনেক ড্রেন নিয়মিত পরীস্কার না করার কারনে পানি আটকে আছে বলে অভিযোগ নগরবাসীর। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
অল্প সময়ের বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। ভোগান্তিতে কর্মজীবি মানুষ
আবহাওয়ার পরিবর্তন
0 Views