রাজধানী , ২৫ অক্টোবর, এইউজেডনিউজ২৪- অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন বাংলাদেশ বিমানের ৪৬ যাত্রী। বিমানটি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে সৈয়দপুরগামী ফ্লাইট। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়।
বৈরী আবহাওয়ার কারণে সৈয়দপুরে ল্যান্ডিংয়ের সময় বিমানটি দুর্ঘটনার মুখে পড়ে। কিন্তু পাইলটের বুদ্ধিমত্তা ও দক্ষতায় দুর্ঘটনা এড়িয়ে যাত্রীরা প্রাণে রক্ষা পায়। সন্ধ্যার ঠিক পরপরই বিমানটি অক্ষত অবস্থায় অবতরণ করে। সূত্র : বিডি২৪লাইভ