আইন ও আদালত ডেস্ক, আজনিউজ২৪: অর্থপাচার মামলায়, জি কে শামীমসহ আট জনের বিচার শুরু অর্থপাচার মামলায়, জি কে শামীমসহ আট জনের বিচার শুরু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকা মহানগর আদালত, অভিযোগ গঠন করেন।
সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে ১৯ নভেম্বর। এরআগে আসামিদের আদালতে হাজির করা হয়। তবে আসামিপক্ষ এই মামলাকে ভিত্তিহীন বললেও, রাষ্ট্রপক্ষ বলছে, এর ভিত্তি আছে। অর্থপাচারের অভিযোগে র্যাব এই মামলা করে।
ক্যাসিনোবিরোধী অভিযানে ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর গুলশানে জি কে শামীমের ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালায় র্যাব। অভিযানে নগদ এক কোটি ৮১ লাখ ২৮ হাজার টাকা, ৯ হাজার ইউএস ডলার, ১৬৫ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকার ১০টি এফডিআর, ৩২টি ব্যাংক হিসাবের চেক বই, আটটি আগ্নেয়াস্ত্র ও বিদেশি মদ উদ্ধার করা হয়।
গেলো বছর ২০ সেপ্টেম্বর গুলশানে নিজ কার্যালয়ে সাত বডিগার্ডসহ গ্রেপ্তার হন জি কে শামীম। পরে তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অর্থ পাচার আইনে তিনটি মামলা করা হয়।
এরআগে, গত ২৬ সেপ্টেম্বর সিআইডি অর্থপাচার মামলায় জি কে শামীম ও তার ৭ দেহরক্ষীকে গ্রেফতার দেখানোর আবেদন করে আদালত। একইসঙ্গে জি কে শামীমের ১৯৪ ব্যাংক হিসাব জব্দের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। ৪ আগস্ট ৮ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয় সিআইডি। মামলায় মোট ২৬ জনকে সাক্ষী করা হয়েছে। সূত্র : সময় টিভি ও চ্যানেল টোয়েন্টি ফোর