ভারত থেকে অবৈধভাবে দেশে আসার সময় সাতক্ষীরার কলারোয়া উপজেলার সুলতানপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ছয়জনকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তিদের মধ্যে দুটি শিশু, দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। আজ শুক্রবার বিকেল চারটায় বিজিবি সাতক্ষীরার ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরশাফুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে কলারোয়া উপজেলার সুলতানপুর সীমান্তের পাতাপাড়া নামক স্থান থেকে তাঁদের আটক করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আটক ব্যক্তিরা হলেন যশোর জেলার শার্শা উপজেলার কালিয়ানী মাঠপাড়ার রাবিয়া বেগম (৬০), একই জেলার ঝিকরগাছা উপজেলার কানাইলাল গ্রামের মো. জাকির হাসান (৩২), জামালপুর জেলার চরপুলিশা গ্রামের ইসরাফিল শেখ (৩০) ও গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার চিতশি গ্রামের নিরালা বাগচি (৩০)। তাঁদের সঙ্গে ১০ বছর ও ৪ বছর বয়সী দুটি শিশুও ছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুলতানপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বিনা পাসপোর্টে কয়েকজন বাংলাদেশে প্রবেশ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর বিওপির বিজিবির একটি টহল দল সীমান্তের মেইন পিলার ১৬ ও সাব–পিলার ৫-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাতাপাড়ায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে নারী ও শিশুসহ ওই ছয়জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
বিজিবি অধিনায়ক আটক ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে জানান, আটক ব্যক্তিরা এক বছর আগে অবৈধভাবে যশোর সীমান্ত দিয়ে ভারতে যায়। বর্তমানে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী অবৈধভাবে বসবাসকারীদের ধরপাকড় শুরু করায় তাঁরা কলারোয়ার সুলতানপুর এলাকা দিয়ে বাংলাদেশে আসার সময় বিজিবি তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ছয়টি মুঠোফোন, এক হাজার ২০০ টাকা এবং ভারতীয় ২০ হাজার ৩৫৯ রুপি জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানান, অবৈধভাবে পারাপারের দায়ে আটক বাংলাদেশি নাগরিকদের কলারোয়া থানায় হস্তান্তর এবং অবৈধভাবে পারাপারের অভিযোগে একটি মামলা করা হয়েছে।