ক্রিকেট ছাড়ছেন কবে—মহেন্দ্র সিং ধোনি এমন প্রশ্ন হাজারবার শুনেছেন। কখনও স্মিত হেসেছেন, কখনও গেছেন চটে। কয়েকবার দিয়েছেন দু’এক কথায় জবাব। বুধবার নিজের অ্যাপ সিঙ্গেল আইডি প্রকাশ করার দিনে মন খুলে বলেছেন। অবসরের প্রশ্ন শুনে নস্টালজিক হয়ে পড়েছিলেন তর্কসাপেক্ষে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক।
ধোনির কাছে ক্রিকেট এখন স্রেফ মজার খেলা। যা খেলতে হয় সেই ছোটবেলার মতো। বৃষ্টিতে ভিজে বা রোদে পুড়ে। এমন করেই খেলাটি চালিয়ে নিতে চান ৪৩ বর্ষী কিপার ব্যাটার। ব্যাট-প্যাড কবে তুলে রাখবেন, তারও একটা ইঙ্গিত দিয়েছেন অবশ্য। তবে তা কেবলই ইঙ্গিত।
ভারতের সাবেক অধিনায়ক স্মৃতিচারণ করেছেন, ‘সেই ২০১৯ সালে আমি জাতীয় দলের ক্রিকেট ছেড়েছি। অনেক দিন হয়েছে। এরপরের সময়টাতে শুধু ক্রিকেটটা উপভোগ করতে চেয়েছি। হয়ত আরও কিছু বছর খেলব। আমি তো খেলার যোগ্য এখনও।’
জাতীয় দলের হয়ে প্রায় সব জেতা ধোনি এখন আইপিএলে খেলে যাচ্ছেন। চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছাড়লেও খেলে যাচ্ছেন এখনও। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক এবার জানালেন আরও কয়েকবছর খেলবেন। এরপরই নস্টালজিক হয়ে পড়েন ধোনি।
‘আমি সেই সময়ের মতো ক্রিকেট খেলতে চাই, যখন ছোট ছিলাম-স্কুলে যেতাম। আমি তখন একটি কলোনিতে থাকতাম, দুপুরের ৪টা বাজলেই মাঠে ছুটতাম। ক্রিকেট বা অন্য খেলা খেলতাম। আবহাওয়া ভালো না থাকলে ক্রিকেট ছেড়ে ফুটবল নিয়ে নেমে যেতাম। আমি তেমনই খেলে যেতে চাই। আমি তেমন ধরণের অনুভূতি নিয়ে খেলতে চাই। সত্যি বলতে শেষ বলে দেওয়া খুব সহজ।’
ধোনি এরপর জুনিয়রদের দিয়েছেন টোটকা। শুনিয়েছেন তার ক্যারিয়ারের নানা গল্প। তবে যে ক্রিকেট তাকে টিকিট চেকার থেকে বিশ্বশাসনে বসিয়েছিলেন, তাকে আরও কিছুটা সময় আগলে রাখতে চান ধোনি। বুড়ো হয়ে যাচ্ছেন, শরীরও সায় দিচ্ছে না। তবুও, মায়ার টান ছাড়তে পারছেন না, তাই খেলে যাচ্ছেন সময়ের সেরা অধিনায়ক।