স্পোর্টস ডেস্ক: হারারেতে ৩ ম্যাচের ওডিআই সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের দেয়া ২৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৪১ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। টানা হারের পর অবশেষে ১০৫ রানের স্বস্তির জয় পেলো বাংলাদেশ।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের বিপক্ষে ৯ উইকেট হারিয়ে ২৫৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। শুরুতেই জিম্বাবুয়ের বোলারদের তোপে ৪৭ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। নিজেদের ভুল বোঝাবুঝিতে তামিম ইকবাল ও এনামুল হক বিজয়ের জুটি ভাঙে ৪১ রানে।
এরপরই উইকেটে এসে থিতু হওয়ার আগে দ্রুত বিদায় নেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহীম। শান্ত গোল্ডেন ডাক ও মুশফিক ডাক মারেন। একই ওভারে এ দুজনকে বিদায় করেন ব্র্যাডলি ইভান্স।
বাংলাদেশকে চাপমুক্ত রেখে স্কোর এগিয়ে নিচ্ছিলেন এনামুল হক বিজয় ও মাহমুদ উল্লাহ। কিন্তু বেশিক্ষণ টিকতে পারলেন না। ৭১ বলে ৭৬ রানে ফিরলেন বিজয় এবং ৬৮ বলে ৩৯ রানের ইনিংস খেলে ফেরেন রিয়াদ।
এদিকে মেহেদি হাসান মিরাজ ২৪ বলে ১৪ রান করে সিকান্দার রাজার বলে এলবিডব্লিউ হন। তাইজুল রানআউট হন ৫ রানে। ২২০ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ।
সেখান থেকে আফিফ হোসেন একাই লড়াই করে দলকে একটা ভালো অবস্থানে নিয়ে যান। ইনিংসের শেষ পর্যন্ত তিনি অপরাজিত থেকে বাংলাদেশকে এনে দেন ২৫৬ রানের সংগ্রহ।
হারারেতে বাংলাদেশের দেয়া ২৫৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পরে জিম্বাবুয়ে। ম্যাচের প্রথম বলেই হাসান মাহমুদের ইনসুইংয় বলে এলবিডব্লুর ফাদে পড়েন তাকুদজোয়ানাশে কাইতানো।
দ্বিতীয় ওভারে মেহেদী হাসান মিরাজ এসেই তুলে নেন ব্যক্তিগত প্রথম উইকেট। ক্রিজ ছেড়ে খেলতে গিয়ে বলের লাইন পুরোপুরি মিস করে বোল্ড হন মারুমানি।
এদিকে অভিষেক ম্যাচে নিজের দ্বিতীয় ওভারে পরপর দুই বলে নেন ২ উইকেট। মাধেভেরেকে ফেরানোর পর উড়তে থাকা রাজাকে ফেরান শূন্য রানে বোল্ড করে।
নিজের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট পান মোস্তাফিজ। পরে আরেকটি শর্ট বলে ক্লাইভ মাদান্দেকে বোকা বানিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন ফিজ।
সব উইকেট হারিয়ে যখন দিশেহারা জিম্বাবুয়ে সেই সময় দলের হাল ধরেন শিঙ্গিরাই মাসাকাদজা ও ইয়ান নিকোলসন। দুজনের জুটি ছিল ৬৮ রানের।
তবে এই জুটিতে শেষ পর্যন্ত শুধু হারের ব্যবধানই কমিয়েছে। ৩৩তম ওভারের দ্বিতীয় বলে নিয়াউচিকে বোল্ড করে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
দলীয় স্কোর
বাংলাদেশ: ২৫৬/৯ (৫০ ওভার)
জিম্বাবুয়ে: ১৫১/১০ (৩২.২ ওভার)