বিনোদন ডেস্ক, আজনিউজ২৪: অবশেষে টালিউডের সাংসদ অভিনেত্রী নুসরাত জাহানকে বিবাহবিচ্ছেদের নোটিশ দিয়েছেন নিখিল জৈন! তবে এ বিষয় নিয়ে এখনই কিছু বলতে চান না নিখিল, যা বলার তিনি পরে বলবেন। আভাস আগে থেকেই পাওয়া যাচ্ছিল। এবার তা প্রকাশ্যে এলো।
আনন্দবাজার পত্রিকার খবরে জানা গেছে, আজও নিখিলের ক্রেডিট কার্ড ব্যবহার করেন নুসরাত। নিখিল তাতে কোনও দিন বাধা দেননি। যশ দাশগুপ্তার সঙ্গে সম্পর্কে জড়ানো, একসঙ্গে রাজস্থানে ছুটি কাটাতে যাওয়া কোনও কিছু নিয়েই- কোনো দিন মুখ খোলেননি নিখিল। এমনকী সোশ্যাল মিডিয়ায়ও নুসরাত-বিরোধী কোনো পোস্ট দেননি।
বরং ভালবাসা দিবসের দিন আকারে ইঙ্গিতে বলেছিলেন, নুসরাত বদলে গেলেও তিনি একই রকম আছেন। কিন্তু অবশেষে বাধ্য হয়ে তিনি এই পদক্ষেপ নিলেন। মনে করা হচ্ছে, বিচ্ছেদের পর নুসরাত মোটা টাকা খোরপোষ দাবি করবেন। কারণ তার অতীতের সম্পর্কেও একই রকম ইতিহাস জানা যায়।
সূত্র : সময় টিভি