স্পোর্টস ডেস্ক: শের-ই বাংলায় অবশেষে বৃষ্টি থেমেছে। কাভার সরিয়ে মাঠ খেলার উপযোগী করে তোলা হচ্ছে। ১১টা ২০ মিনিটে খেলা শুরু হবে। আজ দিনে খেলা হবে ৭৮ ওভার।
বেলা সাড়ে ১০টার দিকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের পিচ কাভার সরানো হয়েছিল। দর্শকদের মাঝেও খেলা শুরুর আনন্দ জেগে ওঠে। কিন্তু ১০ মিনিট পর ফের বৃষ্টি শুরু হয় মিরপুরে। আবারও পিচ ঢেকে ফেলা হয়।
১১টার দিকে বৃষ্টি থামলে পিচ কাভার সরিয়ে শুরু হয় মাঠ শুকানোর কাজ। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে ১১:২০ মিনিটে খেলা মাঠে গড়াবে। আজ ৭৮ ওভার খেলা হওয়ার সম্ভাবনা আছে।
১ম সেশন ১১.২০ থেকে ১২.৩০ মিনিট।
লাঞ্চ ১২.৩০ মিনিট।
দ্বিতীয় সেশন ১.১০ মিনিট থেকে ৩.১০ মিনিট।
চা বিরতি ৩.১০ মিনিট থেকে ৩.৩০ মিনিট ।
তৃতীয় সেশন ৩.৩০ মিনিট থেকে ৫.০০টা।