ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় পানযোগ্য পানি প্রায় শেষ হয়ে গেছে। এমনটি জানিয়েছে, যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা অক্সফাম। সংস্থাটি বুধবার (২৫ অক্টোবর) জানিয়েছে, সবশেষ হিসেব অনুযায়ী, গাজায় এখন জনপ্রতি মাত্র তিন লিটার ব্যবহারযোগ্য পানি পাওয়া যাচ্ছে। জাতিসংঘের হিসেবে, তীব্র মানবিক ও জরুরী অবস্থাতেও একজনের জন্যে ন্যূনতম দৈনিক ১৫ লিটার অপরিহার্য। খবর আল জাজিরা।
সেখানে বোতলজাত পানির সরবরাহও দ্রুত কমে যাচ্ছে। সেই সঙ্গে এর দাম এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে অধিকাংশ গাজাবাসীর জন্য তা বহন করা অসম্ভব হয়ে গেছে। সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে এসব বোতলজাত পানি।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর যুদ্ধ ১৯তম দিনে গড়িয়েছে। গত ৭ অক্টোবর ভোরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের অতর্কিত হামলার জেরে অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে পরিস্থিতি এতোটাই ভয়াবহ হয়ে উঠেছে যে, ইসরায়েলি বিমান হামলায় গাজায় প্রতিদিন হতাহত হচ্ছে চার শতাধিক ফিলিস্তিনি শিশু। এমন তথ্য সামনে এনেছে জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ। গাজা-ইসরায়েল সংঘাতে ২০০৬ সালের পর থেকে গত ১৮ দিনের সংঘাত ও হতাহত ছিল সবচেয়ে বেশি।
চলতি মাসের ৭ তারিখ সকাল থেকে গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের অবিরাম নির্বিচার এই হামলায় এখন পর্যন্ত প্রায় ৫ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুর সংখ্যা প্রায় আড়াই হাজার। অর্থাৎ ইসরায়েলের হামলায় যেসব ফিলিস্তিনি নিহত হয়েছেন তার মধ্যে প্রায় অর্ধেকই শিশু।