এবারের বিপিএলটা অন্যরকমই কাটল নাহিদ রানার। আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার পর প্রথমবারের মতো ফিরেছেন সেই টুর্নামেন্টে, যা দিয়ে তিনি শুনিয়েছিলেন নিজের আগমনী বার্তা। সে বিপিএলটা নেহায়েত মন্দ কাটেনি তার।
এবার তার চ্যালেঞ্জ অন্য জায়গায়। প্রথমবারের মতো খেলতে চলেছেন কোনো আইসিসি ইভেন্টে। সেখানে কী করতে চান, তাই বিপিএল যাত্রা শেষে জানালেন সংবাদ মাধ্যমকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নাহিদ বলেন, ’আমি এর আগে দুবার বিপিএল খেলেছি। এবারের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। আগের দুইবার আমি আন্তর্জাতিক ক্রিকেটার ছিলাম না। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর এবার বিপিএলে আমি ভীষণ উপভোগ করেছি। আন্তর্জাতিক ক্রিকেটে যা শিখেছি, সেগুলো এখানে প্রয়োগ করার চেষ্টা করেছি। পাশাপাশি বিপিএলে যে ভুলগুলো করেছি, তা সংশোধনের জন্য কাজ করছি।’
এবারের বিপিএলের বেশিরভাগ ম্যাচ খেলা হয়েছে ব্যাটিং সহায়ক উইকেটে। এখানে চ্যালেঞ্জ থাকলেও রানা এটিকে উন্নতির সুযোগ হিসেবে দেখছেন। তিনি বলেন, ’একজন বোলার হিসেবে আমি মনে করি, যে কোনো উইকেটে খেলার জন্য প্রস্তুত থাকা উচিত, কারণ আন্তর্জাতিক ক্রিকেটে কখনোই জানা যায় না উইকেট ব্যাটিং সহায়ক হবে নাকি বোলিং সহায়ক। যেহেতু (বিপিএলে) ব্যাটিং সহায়ক উইকেট ছিল, তাই আমাদের ভালো করতে হলে চ্যালেঞ্জ নিতে হয়েছে। যদি আমরা ব্যাটিং উইকেটে ভালো বোলিং করতে পারি, তবে যখন উইকেট সহায়ক হবে, তখন আরও ভালো করা সম্ভব। যখন বোলারদের জন্য সহায়তা থাকে, তখন বেশি কিছু করতে হয় না। প্রকৃত বোলিং সামর্থ্য যাচাই করা যায় ব্যাটিং সহায়ক উইকেটে বোলিং করলে।’
এবার সামনে আছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যা তার ক্যারিয়ারের প্রথম আইসিসি ইভেন্ট। এর জন্য নিজেকে প্রস্তুত করছেন রানা। মনোযোগ দিচ্ছেন নিজের উন্নতির ওপর। তিনি বলেন, ’ব্যক্তিগতভাবে, আমি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। আমার দুর্বলতাগুলো কাটিয়ে আরও ভালো পারফর্ম করার চেষ্টা করছি। শেখার কোনো শেষ নেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আমি ভুল করতে পারি এবং সেখান থেকে শিখতে পারি। আমাদের লক্ষ্য হবে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়া এবং দল হিসেবে ভালো করা। আশা করি, আমরা দল হিসেবে ভালো করব।’