আজ নিউজ ডেস্ক
‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’-এ শ্লোগানকে সামনে রেখে লাখো প্রদীপ (মোমবাতি) প্রজ্জ্বলন করে ভাষা শহিদদের স্মরণ করল নড়াইলবাসী।
‘নড়াইল একুশের আলো’ এর আয়োজনে বুধবার (২১শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোব মাঠে এই ব্যাতিক্রম আয়োজনে ভাষা সৈনিকদের স্মরণ করা হয়।
বিশাল এই আয়োজন দেখতে প্রতিবারের ন্যায় এ বছরও দূর দুরান্ত থেকে হাজারো মানুষ নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ খেলার মাঠে এসে মোমবাতি প্রজ্জ্বলন উপভোগ করে।
বুধবার সন্ধ্যায় কুরিরডোব মাঠের লাখো মোমবাতি একসঙ্গে জ্বলে উঠে ‘আমার ভায়ের রক্ত রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ এই গানের মধ্য দিয়ে। সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশাকুল হক চৌধুরী, একুশ উদযাপন পরিষদের সদস্য সচীব নাট্য ব্যক্তিত্ব কচি খন্দকার, পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহাবুদ্দিন আহম্মদ, পৌর মেয়র আঞ্জুমান আরা, আশিকুর রহমান মিকুসহ গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজক নাট্যব্যক্তিত্ব কচি খন্দকার বলেন, আমরা এটা জ্বালিয়ে যাচ্ছি আমাদের মনের কালিমা দূর করতে। এ বছর পানির মধ্য থেকে আমাদের ভাষা এবং পতাকাকে তুলে আনা হয়েছে। এটার কলেবর বাড়ছে।
এদিকে লাখো মানুষের এই অয়োজন সফল করতে পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রসঙ্গত, ভাষা শহিদদের স্মরণে ১৯৯৮ সালে নড়াইলে এই ব্যতিক্রমী আয়োজন শুরু হয়। মোমবাতির আলোতে আলোকিত হয়ে উঠে বিশালাকৃতির এ মাঠ। শহিদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, বাংলা বর্ণমালা, আল্পনা ও পাখিসহ গ্রাম-বাংলার নানা ঐতিহ্য তুলে ধরা হয়।