নতুন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন নুরজাহান বেগম। ১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রামে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার সময় ড. ইউনূসের প্রথম সারির সহযোগীদের একজন ছিলেন নুরজাহান বেগম। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। গ্রামীণ ব্যাংকের শুরুর ও চ্যালেঞ্জের দিনগুলোয় নুরজাহান বেগম গ্রামীণ নারীদের সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তখন গ্রামীণ নারীদের বাড়ির বাইরে যাওয়া, পরপুরুষদের সঙ্গে কথা বলার এবং প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার অনুমতি ছিল না।
নুরজাহান বেগম এক দশকের বেশি সময় ধরে চট্টগ্রাম, টাঙ্গাইল, রংপুর ও পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংকের প্রোগ্রাম অফিসার ও ট্রেনিং অ্যান্ড ইন্টারন্যাশনাল প্রোগ্রামের জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করেছেন। তিনি গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নুরজাহান বেগম নোবেল পুরস্কার বিজয়ী সংস্থার উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেছেন এবং ২০১১ সালে ড. ইউনূস অবসর নেওয়ার পর তিনি ভারপ্রাপ্ত এমডি হন। তিনি গ্রামীণ শিক্ষার সাম্মানিক ব্যবস্থাপনা পরিচালক এবং গ্রামীণের বেশ কয়েকটি কোম্পানির পরিচালক হিসেবে কাজ করছেন।
নুরজাহান বেগম ২০০৮ সালে গ্রামীণ ফাউন্ডেশনের সুসান এম ডেভিস লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, ২০০৯ সালে ওয়ার্ল্ড সামিট মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস অ্যাওয়ার্ড এবং ২০০৯ সালে ভিশন অ্যাওয়ার্ড লাভ করেন।