ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। মঞ্চ নাটক থেকে শুরু করে বড়পর্দা- সব মাধ্যমে নিজের জাত চিনিয়েছেন। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একাধিক সম্মাননা।
অনির্বাণ ভট্টাচার্যের জন্মদিন ছিল ৭ অক্টোবর। তার জন্মদিন উপলক্ষে ৮ অক্টোবর নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ছবিতে চঞ্চল-অনির্বাণ ছাড়াও মোশাররফ করিমকে দেখা গেছে।
ক্যাপশনে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘শুভ জন্মদিন ‘ছোটবাবু’। কয়েকদিন আগে কলকাতায় ‘হইচই’ এর অনুষ্ঠানে এরকম অনেক ছবি তোলা হয়েছিল। এই ছবিটা খুঁজে পেতে একটু সময় লাগল, এই আর কি!’
অনির্বাণকে ছোটবাবু ডাকার কারণও জানালেন চঞ্চল। লিখেছেন, ‘অনির্বাণ আমাকে বড়বাবু ডাকে, আর আমি ওকে ডাকি ‘ছোটবাবু’। এই ছবিতে মোশারফ করিমের উপস্থিতি আলাদা মাত্রা যোগ করেছে। বন্ধু মোশা’র জন্যও শুভ কামনা।’
২০০২-২০১০ সাল পর্যন্ত বিভিন্ন মঞ্চ নাটকে বেশ সরব ছিলেন অনির্বাণ ভট্টাচার্য। বড়পর্দায় তার অভিষেক ২০১৩ সালে। ‘ক্ষত’, ‘ঈগলের চোখ’, ‘কলকাতার কলম্বাস’, ‘এক যে ছিল রাজা’, ‘শাহজাহান রিজেন্সি’, ‘ঘরে বাইরে আজ’, ‘ড্রাকুলা স্যার’, ‘গোলন্দাজ’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় দেখা গেছে তাকে।
এছাড়া বোমক্যাশ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। ২০১৮ সালে প্রথম প্লে-ব্ল্যাক করেছেন এ অভিনেতা। এবারের জন্মদিনে প্রকাশ হয়েছে তার পরিচালনায় নতুন সিনেমা ‘বল্লভপুরের রূপকথা’র প্রথম গান ‘সাজো সাজাও’।